শুভ কল্যাণ বিশ্বাস, দৃষ্টি বাংলা, খড়গ্রাম - আজ ৬৬ খড়গ্রাম বিধানসভা এক নাম্বার মন্ডল এর পক্ষ থেকে তপশিলি জাতি সম্পর্ক অভিযান সভা করা হয়। সামনেই বিধানসভা ভোট। তপশিলি ভোটকে একত্রিত করতেই রাজ্য বিজেপি তপশিলি সম্পর্ক অভিযান শুরু করেছে সারা রাজ্য জুড়ে। আর এই সম্পর্ক অভিযানের প্রমুক করা হয়েছে রাজ্য তপশিলির মোর্চার প্রাক্তন সভাপতি ও বাগদা বিধানসভার বিধায়ক দুলাল চন্দ্র বর। আজকের এই সভায় বিশেষ ভাবে উপস্থিত ছিলেন
জেলা সভাপতি সুবলচন্দ্র ঘোষ,নবদ্দীপ জোন এর নেত্রত্ব লাবণ্যবাবু,এসি মোর্চা সভাপতি আদিত্য বাবু এবং মন্ডল সভাপতি দোল চাঁদ মাল সহ অন্যান্য নেতৃত্ব।
জেলা সভাপতি সুবলচন্দ্র ঘোষ,নবদ্দীপ জোন এর নেত্রত্ব লাবণ্যবাবু,এসি মোর্চা সভাপতি আদিত্য বাবু এবং মন্ডল সভাপতি দোল চাঁদ মাল সহ অন্যান্য নেতৃত্ব।
মন্ডল সভাপতি দল চাঁদ মাল বলেন, পশ্চিমবঙ্গের ক্ষমতা পরিবর্তন করার জন্য তপশিলি ভোটব্যাঙ্ক সমস্ত রাজনৈতিক দলের কাছে একটা অর্থ বহন করে।
শাসক দল তপশিলি ভোট ব্যাঙ্কে কে কাছে টানার জন্য বিভিন্ন রকমের ফর্মুলা করছে, কিন্তু প্রকৃতপক্ষে তপশিলিদের উন্নয়ন হয়েছে বিজেপি কেন্দ্রীয় সরকারের আমলে। তাই আমাদের রাজ্যে যদি বিজেপি সরকার গঠিত হয়, তখন ডবল ইঞ্জিন সরকার তপশিলিদের উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়বে।
Comments
Post a Comment