নারকেল উন্নয়ন পর্ষদের প্রতিষ্ঠা দিবসে নারকেল চাষে উৎসাহিত করা হল চাষীদের



স্বচ্ছ বার্তা,মিলন খামারিয়া, পূর্ব মেদিনীপুর, ১২ জানুয়ারি; নারকেল উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা কেন্দ্রের উদ্যোগে এবং পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় আজ ১২ই জানুয়ারি, ২০২৬; পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা ব্লকের অন্তর্গত কবিগুরু ফার্মারস প্রোডিউসার কোম্পানি লিমিটেড-এর ট্রেনিং হলে অনুষ্ঠিত হল নারকেল উন্নয়ন পর্ষদের ৪৬ তম প্রতিষ্ঠা দিবস।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারকেল উন্নয়ন পর্ষদের রাজ্য-কেন্দ্র কলকাতার ডেপুটি ডিরেক্টর ড. অমিয় দেবনাথ, উন্নয়ন আধিকারিক শ্রীতমা বিশ্বাস, পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ড.সাগর তামাং, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র, হলদিয়া এনার্জি লিমিটেড-এর চিফ ম্যানেজার (CSR) সত্যজিৎ গাঙ্গুলি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণে ড. দেবনাথ নারকেল চাষের উপযোগিতা, নারকেলজাত পণ্যের বহুমুখী বাজার এবং নারকেল চাষের মাধ্যমে বর্তমান কৃষি ব্যবস্থায় কৃষকদের বাড়তি আয়ের দিক তুলে ধরেন। সভাপতি মিশ্র পর্ষদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সার্বিক সহায়তার আশ্বাস দেন। তিনি কৃষকদের উন্নত জাতের গুণমান সম্পন্ন নারকেল চারা রোপন করার পরামর্শ দেন। হলদিয়া এনার্জি লিমিটেডের চিফ ম্যানেজার তার সংক্ষিপ্ত ভাষণে পর্ষদের প্রকল্প গুলোর বাস্তবায়নের উদ্যোগী চাষীদের এগিয়ে আসতে বলেন এবং আগামী দিনে যৌথ উদ্যোগে কাজ করার দিকে আলোকপাত করেন।

কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী সাগর তামাং উন্নত পদ্ধতিতে নারকেল চাষ এবং রোগ-পোকা দমন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পর্ষদের উন্নয়ন আধিকারিক পশ্চিমবঙ্গে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পগুলো সম্বন্ধে বিশদে আলোচনা করেন।

১০০ জনেরও বেশি নারকেল চাষী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নারকেলের বিভিন্ন মূল্য সংযোজিত পণ্যের প্রদর্শনী এবং নারকেল উন্নয়ন পর্ষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পদযাত্রাও হয়।

Comments