এম.এল.এ. কাপ জয়ী হল কাঁচরাপাড়া হার্ণেট উচ্চ বিদ্যালয়



মিলন খামারিয়া, স্বচ্ছ বার্তা,

কাঁচরাপাড়া, ১৬ ই অগাস্ট। গত ৬ অগাস্ট থেকে কাঁচরাপাড়া পৌরসভা এবং হালিশহর পৌরসভার ১৪ টি বিদ্যালয়ের ফুটবল দল নিয়ে চলা এম.এল.এ. কাপ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা শেষ হল আজ 'খেলা দিবস'-এ। এই খেলায় বিজয়ী হল কাঁচরাপাড়া হার্ণেট উচ্চ বিদ্যালয়।

আজ খেলার মাঠে উপস্থিত হয়েছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া পৌরসভার পৌরপিতা ও কাঁচরাপাড়া হার্ণেট উচ্চ বিদ্যালয়ের সভাপতি কমল অধিকারী ও আরও বিশিষ্ট ব্যক্তিরা।

প্রথম পর্বে কাঁচরাপাড়া পৌরসভার ৭ টি বিদ্যালয়ের মধ্যে 'কাঁচরাপাড়া হার্ণেট উচ্চ বিদ্যালয়' জয়ী হয়ে ফাইনালে পৌঁছায়। অন্যদিকে হালিশহর পৌরসভার ৭ টি বিদ্যালয়ের মধ্যে 'হালিশহর উচ্চ বিদ্যালয়' জয়ী হয়ে ফাইনালে পৌঁছায়। আজকের চূড়ান্ত পর্বের খেলার শেষে ১-০ গোলে কাঁচরাপাড়া হার্ণেট উচ্চ বিদ্যালয় জয়ী হয়। 

কাঁচরাপাড়া হার্ণেট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সুদীপ সাহা 'ম্যান অফ দ্য ম্যাচ' পুরস্কার পায় ও শ্রেষ্ঠ গোল রক্ষক পুরস্কার পায় অনির্বাণ বিশ্বাস। অন্যদিকে হালিশহর উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাজদীপ দাস 'ম্যান অফ দ্য টুর্নামেন্ট' বিবেচিত হয়।

এই খেলা প্রসঙ্গে বিধায়ক সুবোধ অধিকারী বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা করা উচিত, তাতে স্বাস্থ্য ভালো থাকে এবং জীবনে লড়াই করার মানসিকতা গড়ে ওঠে।

বিদ্যালয়ের সভাপতি কমল অধিকারী বলেন, আমাদের বিদ্যালয়ের ছাত্ররা লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাতেও ভালো ফল করছে, এটা দেখে আমার ভালো লাগছে। ছাত্রদের জীবনের সার্বিক বিকাশে আমি তাদের সাথে আছি।

কাঁচরাপাড়া হার্ণেট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সিন্টু ভদ্র বলেন, আজকের বিজয় আমাদের বিদ্যালয়ের সবার জন্য একটি গর্বের মূহুর্ত। আমি চাইব, বিদ্যালয়ের ছাত্রদের জীবনের সার্বিক বিকাশ হোক। আমাদের বিদ্যালয়ের ছাত্ররা রাজ্য তথা দেশের হয়েও খেলে বিজয়ী হোক।

কাঁচরাপাড়া হার্ণেট উচ্চ বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক ইমাম হোসেন খেলাধূলার সার্বিক দিক শুরুর দিন থেকেই তদারকি করেন।  পাশাপাশি আজ সাথে ছিলেন শিক্ষক অশোক দাস ও সুকান্ত বেসরা।

Comments