মুখ্যমন্ত্রী ফতোয়া দেওয়ার কে, আমি সংবিধানকে মানি,শিরদাঁড়া বিক্রি করব না : প্রধান শিক্ষক অনুপ কুমার মন্ডল।

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, নাকাশিপাড়া - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় BLO দের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন, অকারনে ভোটারদের হেনস্থা করা যাবে না, যেন কারোর ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়, আপনারা সকলে রাজ্য সরকারের কর্মচারী, ভোটের পর কিন্তু আপনাদের এই রাজ্যে থাকতে হবে, একটি রাজ্যের প্রশাসনিক প্রধান যদি এই কথা বলে, তাহলে স্বাভাবিক কারণেই, যারা এই রাজ্যের বি এল ও নির্বাচিত হয়েছেন, তাদের আতঙ্ক থাকার কথা তবু অনেক BLO মুখ্যমন্ত্রীর এই ফতোয়া অগ্রাহ্য করে প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন সেরকমই নদীয়া জেলার একজন  হরিদ্রাপোতা প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক অনুপ কুমার মন্ডল জানান, আমি প্রাথমিক স্কুলের  প্রধান শিক্ষক, আমি মুখ্যমন্ত্রীর ভয়ে বা লোভের কাছে নিজের শিরদাঁড়া বিক্রি করব না। আমি আমার কর্তব্য সহতার সঙ্গে পালন করব। যারা ডুবলিকেট ভোটার, নকল বাবা মা বানিয়ে ভোটার বানিয়েছে, রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তাদের নাম ভোটার লিস্টে থাকলে আমি বাদ দেবোই। আমি ভারতীয় সংবিধানকে মানি, সংবিধান আমাকে অধিকার দিয়েছে BLO হিসাবে সঠিক দায়িত্ব পালন করার জন্য। 

Comments