গত ৮ ই জুন 2025 নিখিল ভারত বাংলালি সমন্বয় সমিতির ওড়িশা রাজ্য প্রতিনিধি সম্মেলন কোরাপুট শহরের টাউন হলে অনুষ্ঠিত হয়।
উড়িষ্যার বিভিন্ন জেলা এবং বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
সমিতির সর্বভারতীয় সভাপতি ডা সুবোধ বিশ্বাস, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্যামল কান্তি বিশ্বাস,প্রাক্তন বিধায়ক দুলাল বার, প্রাক্তন বিধায়ক নিমাই সরকার, এডভোকেট অনির্বাণ হালদার, তপন দেবনাথ, কমল গাইন, অধ্যক্ষ বিধান বেপারী,দীপক হালদার এবং ওড়িশা সহ বিভিন্ন রাজ্যের প্রতিনিধি সভায় অংশগ্রহণ করেন।
ডা সুবোধ বিশ্বাস বলেন, নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আমরা বিগত ২২ বছর আন্দোলন করে এসেছি।
অনেক সংগঠনের নেতাকর্মী এই আন্দোলনে ঘাম ঝরিয়েছেন। নিখিল ভারত সংগঠনের ৫৪ জন কর্মী ১৯ মাস কারাবরণ করেছে। তাদের প্রচেষ্টা ত্যাগ তিতিক্ষা ব্যর্থ যেতে পারে না।
আমাদের মানবিক দাবি, নাগরিকত্ব সরলীকরণের মধ্যমে সকল উদ্বাস্তু বাঙালিরের নাগরিকত্বও সুনিশ্চিত করা হোক। ইমিগ্রেশন এবং ফরেনার্স আইন উদ্বাস্তুদের উপর লাগু প্রয়োগ করা অমানবিক।
বহিরবঙ্গের দুই কোটির উর্ধে উদ্বাস্তু বাঙালি বসবাস করে। তাদের জমির পাট্টা নেই, জাতি প্রমান পত্রের অধিকার নেই। মাতৃভাষায় প্রাথমিক! শিক্ষার অধিকার নেই। অথচ সংবিধানে সকল অধিকার দেওয়া আছে।
Comments
Post a Comment