সামাজিক কাজের মাধ্যমে মেয়ের জন্মদিন পালন নেতার

শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, রানাঘাট - সামাজিক কাজের মাধ্যমে মেয়ের জন্মদিন পালন করলেন বিজেপি নেতা অসিত বরণ মন্ডল। মেয়ের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির, বৃক্ষ রোপন ও বস্ত্র দানের মাধ্যমে সামাজিক দৃষ্টান্ত তৈরি করলেন রানাঘাটের বিজেপি নেতা।
 জন্মদিন কে যে এভাবে পালন করা যায় সেটা তিনি সমাজকে দেখিয়ে দিলেন। সাত বছর ধরেই তিনি মেয়ে জন্মদিন এভাবে পালন করে আসছেন। তিনি একজন ব্যবসায়ী ও বিজেপি নেতা। 
 মানুষের সেবা করার জন্য শুধু রাজনৈতিক পরিচয় যথেষ্ট নয়। মানুষের সেবা করতে চাইলে বিভিন্ন ভাবেই তার সেবা করা যায় সেটা তিনি দেখিয়ে দিলেন মেয়ে জন্মদিন উপলক্ষে এই সামাজিক কাজকর্ম করে। 
 প্রায় ৪০ জন মানুষ রক্ত দান করেছেন। প্রায় ৩০০ জন মানুষ কে বস্ত্র দান করা হয়।

Comments