গাংনাপুর সাফল্য স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ৭০০জন সনাতনী মানুষ কে বস্ত্র দান

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা রানাঘাট-রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত গাংনাপুর নিচুপাড়া  গ্রামে সাফল্য স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজিত 700 সনাতনী পরিবারের মহিলাদের শীত বস্ত্র দান করা হয়। এই স্বেচ্ছাসেবী সমস্ত সারা বছর কোন না কোন সামাজিক কাজের সাথে যুক্ত থাকে। রক্তদান শিবির  বছরে দুই একবার করেই থাকে। তাছাড়া তাদের সামাজিক কাজের প্রশংসা বিভিন্ন মানুষের মুখোমুখি শোনা যায়। এদিন এই বস্ত্র দান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাজ্য বিজেপি তপশিলী মোর্চা রাজ্য সভাপতি ডাঃ সুদীপ দাস। উপস্থিত ছিলেন সাফল্য স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি প্রাক্তন কেন্দ্রীয় সরকারের আধিকারিক শ্রী পরিমল রায়।
এছাড়া উপস্থিত ছিলেন ১৪ জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তিনজন পঞ্চায়েত সমিতি সদস্য।

Comments