রানাঘাট দক্ষিণ বিধানসভায় সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে ঘরে ঘরে গীতা দান।

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, রানাঘাট - রানাঘাট দক্ষিণ বিধানসভার বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন গ্রামে গত কয়েকদিন ধরেই সনাতনী ঐক্য মঞ্চের  ঘরে ঘরে গীতা দান কর্মসূচি নেওয়া হয়েছে।
 গতকাল রানাঘাট দক্ষিণ বিধানসভার  "ঘরে ঘরে শ্রীমৎ ভাগবত গীতা" রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত কোড়াবাড়ি গ্রাম এবং তারবাগান পাড়া গ্রামে  "সনাতনী ঐক্য মঞ্চ" এর পক্ষ থেকে প্রত্যেক বাড়িতে গীতা উপহার দিলেন বিজেপি তপশিলী মোর্চা রাজ্য সভাপতি ডাঃ সুদীপ দাস।
 সুদীপ দাস বলেন,  আমরা আমাদের ভারতীয় সংস্কৃতি,  সভ্যতা ও ধর্ম সম্পর্কে অনেকেই অজ্ঞ। 
 আমাদের সন্তানদের সামাজিক এবং মানুষের মত মানুষ করতে চাইলে গীতার সারাংশ প্রত্যেক সন্তানের আয়ত্ত করা উচিত।
 গীতার একটি শ্লোক একটি মানুষের জীবন পাল্টে দিতে পারে। যদি সেই শ্লোকের মাহাত্ব বুঝে সে জীবন ধারণ করতে পারে। 

Comments