শুভকল্যাণ বিশ্বাস, পলাশীপাড়া , স্বচ্ছ বার্তা - 79 পলাশীপাড়া বিধানসভার 243টি পোলিং স্টেশন এর মধ্যে 280 টির উপরে বুথ আছে। SIR নিয়ে এই বিধান সভায় BLO দের বিরুদ্ধে বিরোধীদের থেকে শাসকদের অভিযোগ বেশি।
এখানকার প্রায় 40 শতাংশ বুথে BLO দের সহযোগিতা করছে না শাসকদলের BLA -2 রা।
বিরোধী বিজেপি সিপিএম তাদের BLA - 2 রা সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন বিএল ওদের।
তার কারন কয়েক হাজার SIR ফর্ম এখনো জমা করা যায়নি। BLO সকল মানুষের উপস্থিতিতে ফর্ম জমা নিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পরিবারের সদস্যরা বাইরে থাকলে পরিবারের অন্য কেউ ফর্ম জমা করে গেছেন BLO দের কাছে।
কিন্ত যিনি ভোটার তার হদিস নেই, সেই সমস্ত ফর্ম গুলি জমা নেওয়ার জন্যে BLO কে চাপ সৃষ্টি করা হচ্ছে একাধিক জায়গা থেকে।
যেটা BLO দের কাছে বেশ চাপের বিষয়। তাদের চাকরি বাঁচাতে গেলে সঠিক নিয়মে SIR ফর্ম ফিলাপ না করলে তারা যে বিপদে পরতে পারেন সেটা অনেক BLO বুঝতে পেরে তারা নির্বাচন কমিশনের গাইড লাইনের ভিতরে থেকে কাজ করতে চাইছেন। সেটা অনেক শাসক দলের নেতাদের কাছে মাথা যন্ত্রনার কারন হয়ে দাড়িয়েছে। তাইতো অনেক BLA -2 অসহযোগিতা করছে বলে অভিযোগ করছে BLO রা।
Comments
Post a Comment