রানী মার উপস্থিতিতে কৃষ্ণনগর ঘড়ির মোর এলাকায় বিজেপির প্রতিবাদ সভা।

শুভ কল্যাণ বিশ্বাস, কৃষ্ণনগর, স্বচ্ছ বার্তা - রাজ্যের আইশৃঙ্খলার অবনতি , চারিদিকে খুন ধর্ষণ, সনাতনী সংস্কৃতির উপর আক্রমণ, মা কালীর মূর্তি ভাঙচুর  ইত্যাদি ইস্যু নিয়ে  কৃষ্ণনগর উত্তর বিধানসভার উত্তর মন্ডল ১ এর পক্ষ থেকে এক প্রতিবাদ সভা করা হয়। 
 গত লোকসভা ভোটে কৃষ্ণনগরের প্রার্থী রাণীমা অমৃত রায় এর উপস্থিতিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইদানিংকালে বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে রানী মা অমৃত রায়কে পথে নামতে দেখা যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। 
 কৃষ্ণনগর লোকসভার বিভিন্ন প্রান্তে CAA এবং SIR নিয়ে বিভিন্ন সভা করছেন  ও রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করছেন।  
 বিশেষ করে কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিজেপির বিভিন্ন কর্মসূচিতে তিনি উপস্থিত থাকছেন। 
অমৃতা রায় বলেন, এই রাজ্যে আইনের শাসন নেই বললেই চলে, এখানে দুষ্কৃতীরা অবাধে বিচরণ করছে, নারীদের নিরাপত্তা নেই, নারীদের নিরাপত্তা দিতে মুখ্যমন্ত্রী ব্যর্থ, তাইতো তিনি নারীদের রাতে বাইরে বেরোতে বারণ করছেন। 
এক কোথায় বলতে গেলে এই রাজ্যে কোন সম্প্রদায়ের মানুষ শান্তিতে নেই। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ নেমে আসছে এই বাংলায়। 

Comments