আজকেই নাকাশিপাড়া বিধান সভার বেথুয়াডহড়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির দূর্গাপুজার কার্নিভাল হয়ে গেল।



স্বচ্ছ বার্তা, শুভকল্যাণ বিশ্বাস, বেথুয়া-  আজকেই নাকাশিপাড়া বিধান সভার বেথুয়াডহড়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির দূর্গাপুজার কার্নিভাল হয়ে গেল। এই কার্নিভাল দেখতে রাস্তার দুপাশ দিয়ে প্রচুর মানুষের ঢল নেমে এসেছিল। হাজার হাজার মানুষ ঝির ঝির বৃষ্টি পড়ছে তার মধ্যেও এই কার্নিভাল দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়েছিল। 
 বেথুয়া  ব্যবসায়ী কল্যাণ সমিতির দুর্গাপূজার কার্নিভাল নদীয়া জেলার মধ্যে অন্যতম। শান্তিপুরের রাসের কার্নিভাল এর পরেই এটাকে রাখা যেতে পারে। 
 আজকের এই কার্নিভালে বিশেষভাবে  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এখানকার পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ কুমার মন্ডল।
উল্লেখ করা যেতে পারে,পশ্চিমবঙ্গের নব্বই শতাংশ প্যান্ডেলের ঠাকুরকে আজকে বিসর্জন দেওয়া হয়নি। ব্যতিক্রম হতে পারে এই বেথুয়া  ব্যবসা সমিতির কার্নিভাল। 

Comments