নাকাশিপাড়া বিধানসভার অন্তর্গত বানগড়িয়া সমবায় সমিতির নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়! ৪৪টি আসনের মধ্যে ২৯টি আসনে জয়।
শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, নাকাশিপাড়া - আজকে নাকাশিপাড়া বিধানসভার অন্তর্গত বানগড়িয়া সমবায় সমিতির নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়! মোট ৪৪টি আসনের মধ্যে ২৯টি আসনে জয়লাভ করলো বিজেপি। সারা বাংলা জুড়ে যেভাবে তৃণমূলের বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে এটা তারই প্রমাণ। এই বিধানসভাটি তৃণমূলের দখলে। এই সমবায় নির্বাচনের ফল আগামী বিধানসভায় প্রভাব ফেলতে পারে।
জনতার রায় মোদীর পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে বাংলার মানুষ একত্রিত হচ্ছে এটা তারই প্রমাণ।জেগে উঠছে গ্রামবাংলা। এই সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু বিজেপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। খাতা কলমে যে সংগঠন আছে সেই সংগঠন কিন্তু বাস্তবে বিজেপির নেই।
জল মেশানো বুথ কমিটি দিয়ে তৃণমূলের সঙ্গে লড়াই করা খুবই কঠিন।
এই বিধানসভার বিজেপি নেতা ও পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শিক্ষক অনুপ কুমার মন্ডল জানান, তৃণমূলের ছত্রছায়া থেকে মানুষ ধীরে ধীরে বিজেপির ছত্রছায়ায় আসতে শুরু করেছে।
যে সংখ্যালঘু ভোটারের উপর ভিত্তি করে সরকারটা চলছিল, সেই সংখ্যালঘু ভোটের উপর এবার নির্ভর করে সরকার গঠন হবে না তৃণমূলের।সংখ্যালঘুরাও ধীরে ধীরে বিজেপির দিকে ঝুঁকে যাচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে ২০২৬ সালের তৃণমূলের বিদায় নিশ্চিত।
Comments
Post a Comment