লিঙ্গ বৈষম্য দূর করতে 'শিখণ্ডী গাথা'র আয়োজন করল 'রূপ ভারতী'
স্বচ্ছ বার্তা,মিলন খামারিয়া, কলকাতা, ১১ সেপ্টেম্বর; আজ কলকাতার 'কলকাতা ইউনিভার্সিটি ইন্সটিটিউট অডিটোরিয়াম'-এ সন্ধ্যায় আয়োজিত হল 'রূপ ভারতী'র ৪৯ তম বছরের অনুষ্ঠান 'সুবর্ণের পথে'। শিল্পের আদি দেবতা নটরাজকে - 'নৃত্যেরও তালে তালে হে নটরাজ' নৃত্যের মাধ্যম দিয়ে শুরু হয় সাংস্কৃতিক সংস্থা 'রূপ ভারতী'র অনুষ্ঠান। ১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে বাঙালির সংস্কৃতিকে জীবন্ত রাখার কাজ করে চলেছে এই সংস্থা।
এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিখ্যাত কথক নৃত্যশিল্পী প্রদীপ্ত নিয়োগী, EZCC-এর প্রাক্তন ডিরেক্টর অনুপ কুমার মতিলাল, নৃত্য শিল্পী ও উদয় শঙ্কর পুরস্কার প্রাপ্ত পলি গুহ, নৃত্যশ্রী কেকা চট্টোপাধ্যায়, অ্যালেন ল্যাবরেটরিস লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও রূপ ভারতীর প্রেসিডেন্ট ডা: গৌরপদ সরকার, জয়েন্ট সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফাউন্ডেশন-এর সুস্মিতা নন্দী ও চন্দ্রোদয় ঘোষ, নৃত্যশিল্পী অনুরাধা নিয়োগী ও আরও অনেকে।
নটরাজের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত সকল গুণীজন। প্রদীপ প্রজ্জলনের পর গুণীজনদের একে একে বরণ করে নেওয়া হয় উত্তরীয় ও উপহার তুলে দিয়ে। সবাইকে বরণ করে সংস্থার সেক্রেটারি ড. সূর্যানী চ্যাটার্জি।
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল ৬ টি নৃত্যগোষ্ঠী।সাহানা ডান্স ট্রুপের 'মেহফিল অফ জয়পুর', মার্গম গ্রুপের 'রবির ছায়ায় ছেলেবেলা', খালিসানি সঙ্গীতা(চন্দননগর) গ্রুপের 'আমার বিদ্যাসাগর', কলাপী গ্রুপের 'মুখ, মুখোশ ও স্বাধীনতা', ছাত্র 'পায়েল' ডান্স একাডেমির 'রবির চোখে বর্ষা', ডান্স ইন' ড্রিম একাডেমির উপস্থাপনা- 'বরাস্মিথঃ বন্দনাম্' নৃত্য অনুষ্ঠিত হয়।
নৃত্যশ্রী কেকা চট্টোপাধ্যায় বলেন, নাচকে ভালোবেসে রূপ ভারতীর কাজ করতে গিয়ে আমি অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাটিয়েছি। এবার আমি রূপ ভারতীর দায়িত্ব আমার কন্যা সূর্যানীর হাতে তুলে দিলাম। ও যেন এই সংস্থাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারে, আপনারা ওকে আশীর্বাদ করুন।
সুস্মিতা নন্দী বলেন, সূর্যানী এক উদীয়মান তারা। ভবিষ্যতে নৃত্যের জগতে দিশা দেখাবে। নৃত্যে আমাদের শরীর ও মন এক সাথে চলে। তাতেই আমরা চরম আনন্দে পৌঁছে যায়। নৃত্য শিল্পীরা যাতে বঞ্চিত না হন তা দেখতে হবে। সুস্থ সংস্কৃতি বজায় রাখার জন্য নৃত্যের ভীষণ প্রয়োজন।
অনুপ কুমার মতিলাল বলেন, আমরা জানি যে নৃত্য আমাদের প্রাচীন শিল্প কলার অন্যতম একটি। ৪৯ তম বছরে রূপ ভারতী যেভাবে আমাদের এই শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য আমি এই সংস্থার কর্ণধারদের ধন্যবাদ জানাই।
প্রেসিডেন্ট গৌরপদ সরকার বলেন, আমাদের এই প্রচেষ্টা আশাকরি আপনাদের আনন্দ দেবে। বিগত ৪৯ বছর ধরে রূপ ভারতী কাজ করছে। কেকা চট্টোপাধ্যায়ের পর তার সুযোগ্যা কন্যা সূর্যানী দায়িত্ব নিচ্ছে রূপ ভারতীর, আমি আশাকরি ও নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করতে সক্ষম হবে। আপনারাও আশীর্বাদ করুন ওকে।
এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নৃত্যনাট্য ' শিখণ্ডী গাথা'। এর কোরিওগ্রাফার ও ডিরেকশনে ছিলেন ড. সূর্যানী। মহাভারতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যাকে সামনে রেখে আড়াল থেকে অর্জুন পিতামহ ভীস্মকে তীর দিয়ে আঘাত করেন। শিখণ্ডী পূর্বজন্মে ছিলেন অম্বা। তিনি ভীস্ম হত্যার কারণ হবেন প্রতিজ্ঞা করে অগ্নিতে আত্মাহুতি দেন। তাকে নিয়ে নৃত্য নাট্য ' শিখণ্ডী গাথা'।
আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে রূপ ভারতীর সম্পাদক ড. সূর্যাণী চট্টোপাধ্যায় বলেন, আমি ধন্য হয়েছি আজকে উপস্থিত গুণীজনদের সম্মান জানাতে পেরে। ছয়টি গ্রুপ আজ আমাদের এখানে নৃত্য পরিবেশন করেছে। কিন্তু আজকে আমাদের বিশেষ আকর্ষণ ছিল 'শিখন্ডী গাথা'। কোথাও দক্ষতা বা কর্মক্ষমতা অনেক সময় লিঙ্গের কাছে হেরে যায়। মহাভারতের যুগ থেকে আজও তা চলে আসছে। কোনো ভাবে যদি এটি পরিবর্তন করা যায় সমাজের মানুষের কাছে বার্তা দিতেই আমরা এমন উপস্থাপনার আয়োজন করেছি।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সম্মান দাস, কো-অর্ডিনেটর সঞ্চয় সরকার ও ব্যবস্থাপনায় ছিলেন রাজীব গাঙ্গুলি ও বিশ্বজিৎ দে।
Comments
Post a Comment