শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, রানাঘাট
-আজ দেবগ্রাম পঞ্চায়েতের পোড়াবাড়ি গ্রামে কোটারি পাড়াতে আদিবাসী সমাজের মহান উৎসব ডালপূজাত অনুষ্ঠিত হয়। এই উৎসব আদিবাসী সমাজের একটি পুরাতন উৎসব। আদিবাসী সমাজ এই উৎসবকে পরম উৎসব হিসাবে দেখে থাকেন। সংসারের মঙ্গল কামনায় আদিবাসী সমাজের মায়েরা এই উৎসব পালন করে থাকে বছরে একবার করে।
প্রাচীন ভারতের প্রচলিত কথায়, শক্তি ও সমৃদ্ধির জন্যে আদিবাসী সমাজের মায়েরা এই উৎসবে সামিল হন।
আজকের এই উৎসবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি তপশিলি মোর্চার সভাপতি ও ও ভারত সরকারের আম্বেদকর ফাউন্ডেশনের সদস্য সুদীপ দাস, বর্ষিয়ান বিজেপি নেতৃত্ব ২০১৬ কৃষ্ণগঞ্জ বিধানসভা বিধানসভার বিজেপি প্রার্থী সুজিত কুমার বিশ্বাস সহ অন্যান্য অনেকে।
Comments
Post a Comment