CAA বিষয়ক আলোচনা শিবির পলাশীপাড়ায়।

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, পলাশীপাড়া   -CAA আবেদনের ক্ষেত্রে  শরণার্থীদের  আবেদনের সময়সীমা স্বরাষ্ট্র মন্ত্রক ১০ বছর বাড়িয়ে দিয়েছেন। আবেদনের সময়সীমা ১০ বছর বাড়ানোর ক্ষেত্রে মতুয়া উদ্বাস্তু মানুষের মধ্যে একটা খুশির বাতাবরণ তৈরি হয়েছে সারা ভারত জুড়ে। শুধু ভারতে নাই বাংলাদেশের হিন্দুদের মধ্যেও একটা খুশির বাতাবরণ তৈরি হয়েছে তারা এক বাক্যে এক্ষুনি ভারতের নাগরিকত্ব পেতে চাইছে। কিন্তু শাসক দল তৃণমূল সহ কেন্দ্রের বিরোধী দলগুলি এটাকে হজম করতে পারছে না। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে  বিরোধীরা কুপোকাত হয়ে পড়েছে। যেখানে সিএ আবেদন করার জন্য ১১ টি ডকুমেন্টস এর সঙ্গে আধার কার্ডের মান্যতা দেয়ার জন্য তৃণমূল যেভাবে সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি শুরু করেছে সেটা থেকে মনে হচ্ছে তাদের কোথাও যন্ত্রণা হচ্ছে। এই দশ বছর আবেদনের সময়সীমা  বাড়িয়ে দেওয়ার আনন্দে উদ্বাস্তু মহলের উচ্চশিক্ষিত মানুষেরা ও নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির সদস্যরা ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য  আজকের একটি সভা ডেকেছিল পলাশীপাড়া বিধানসভার নতুন বার্নিয়া দমদমা পাড়া গ্রামে।
 সেখানে CAA বিষয়ক আলোচনা করা হয়। 
 উল্লেখ করা যেতে পারে  গত সপ্তাহে ভারত সরকার CAA আবেদনের সময় সীমা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে সেটাকে ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত করেছে।  
 আজকের এই আলোচনা সভায়  উপস্থিত ছিলেন অনুপ কুমার মন্ডল সভাপতি নিখিল ভারত বাঙ্গালী সমন্নয় সমিতি, সঙ্গিতা ঘোষ সমাজ সেবিকা, দীপ্তিমান ঘোষ সমাজসেবি, মহিতোষ ভৌমিক, হিরণ্ময় দত্ত, সুখুময় বিশ্বাস, তারক সরকার, লাল্টু মন্ডল , শান্তি মন্ডল,
তরুণ মন্ডল, সুমন মন্ডল, সঞ্জয় বিশ্বাস 
, গোপিনাথ বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব বৃন্দ।
শিবিরের মধ্যে উপস্থিত একজন মতুয়া বলেন, আমরা বিজেপি সরকার ও প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী কে ধন্যবাদ জ্ঞাপন করি সমগ্র মতুয়া সমাজের পক্ষ থেকে।


Comments