বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে জেলা সভাপতির কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন করিমপুর-২ পঞ্চায়েত এর বিরোধী দলনেতা।
শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, করিমপুর- গতকাল করিমপুর -২ পঞ্চায়েত এর ১৩৫ নং বুথের বিজেপির মেম্বার জয়ন্ত সাহা তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে জেলা সভাপতির কাছে লিখিত অভিযোগ করলেন মন্ডল সভাপতি গৌতম সিকদার এর উপরে ক্ষোভ প্রকাশ করে।
তিনি করিমপুর -২ পঞ্চায়েত এর বিরোধী দলনেতা । এখানে বিজেপির ৪ জন মেম্বার আছে ও তৃণমূলের ১৮ টি মেম্বার। যদিও জয়ন্ত বাবু বিডিও সাহেব এর কাছে বা পঞ্চায়েত প্রধানের কাছে কোন লিখিত পদত্যাগ পত্র জমা করেননি। বিষয়টি দলীয়ভাবে জেলা সভাপতির কাছে জানিয়েছেন এই বিষয়ে কোনো ব্যবস্থা না হলে তখন তিনি সরকারি ভাবে পদত্যাগ করতে পারেন।
তার মূল অভিযোগ বর্তমান মন্ডল সভাপতির বিরুদ্ধে। জয়ন্ত সাহা যে বুথ থেকে পঞ্চায়েত সদস্য হয়েছেন সেই বুথের বর্তমান সভাপতি করে দিয়েছেন তাকে না জানিয়ে। সব থেকে বড় কথা এই মুহূর্তে কোনো বুথ সভাপতি ও শক্তি পুঞ্জের প্ৰমুখ কে সরানোর কোনো দলীয় নির্দেশ নেই। যদিও সরিয়ে দেওয়া যায় না, কেউ নিজের ইচ্ছায় পদত্যাগ করলে নতুন কাউকে দায়িত্ব দেওয়া যেতে পারে।
জয়ন্ত সাহা তিনি মারাত্মক অভিযোগ এনেছেন তার মন্ডল সভাপতির বিরুদ্ধে। যে লোকটি কে বর্তমানে সভাপতি করেছেন সেই লোকটা গত পঞ্চায়েত ভোটে জয়ন্ত সাহার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রচার করেছেন। সেই দল বিরোধী লোকটি কেই দায়িত্ব দিয়ে মন্ডল সভাপতি দল বিরোধী কাজ করেছেন। এটাই তার মূল অভিযোগ।
তিনি তার পদত্যাগ পত্র জেলা সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন।
উল্লেখ করা যেতে পারে সারা বাংলা জুড়েই যে সমস্ত মন্ডল সভাপতি করা হয়েছে সেগুলো সঠিক ভাবে হয়নি। এই মন্ডল এর যিনি প্রাক্তন সভাপতি শিক্ষক সুব্রত পাল তাকে কি কারণে সরিয়ে দেওয়া হয়েছে সেটা এখনো স্পষ্ট হয়নি। তারকারন এই মন্ডল থেকে গত লোকসভা ভোটে বিজেপি ৭৮০০ ভোটের লিড পেয়েছিল। পারফরম্যান্সের ভিত্তিতে তাকে বাদ দেওয়ার কোন জায়গা ছিল না। কিন্তু কোন এক অদৃশ্য কারণে তাকে বাদ দেওয়া হয়েছে সেটা বলার লোক নেই।
Comments
Post a Comment