কৃষ্ণনগর রাজবাড়ীর সন্ধিপূজায় প্রচুর সাধারণ মানুষের আগমন

শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, কৃষ্ণনগর - কৃষ্ণনগর রাজবাড়ীতে মহা অষ্টমীতে পূজা উপলক্ষে প্রচুর মানুষের আগমন লক্ষ করা গেছে। 
রাজবাড়ীতে দূর্গা পূজার সূচনা হয় নব রাত্রির প্রথম দিন থেকে। নবরাত্রি দিন থেকে দুর্গাপূজো শেষ না হওয়া পর্যন্ত রাজবাড়ীতে সাধারণ মানুষ, সমাজের বুদ্ধিজীবী মহল, রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাজ পরিবারে আত্মীয়-স্বজনদের আগমন হয়।

রাজবাড়ীর এই দুর্গাপূজার ইতিহাস ঘাটলে যে তথ্য উঠে আসে, সেটা খুবই চমকপ্রদ,এই দূর্গা পূজা নিয়ে একটি প্রচলিত প্রথা চালু আছে রাজবাড়ীতে, নবরাত্রির প্রথম দিন বাড়িতে হোম যজ্ঞ করা হয় সেই আগুন অষ্টমীর সন্ধি পূজার পরে নেভানো হয়। 
 শিবনিবাস গ্রামের শিব মন্দিরে শিবির আরাধনা করে শিবলিঙ্গে জল ঢেলে মহাদেব কে সন্তুষ্ট করে তবেই মহাদেবের অনুমতিক্রমে দেবীকে রাজবাড়ী তে এনে আরাধনা করা হয়। 
 রাজবাড়ীতে যে সমস্ত ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন , তাদের মধ্যে অন্যতম মহিতোষ বাবু বলেন, আমরা বিগত কয়েক বছর ধরে রাজবাড়িতে আসছি এই পুজোর সময়, রাজবাড়ী সদস্যরা আমাদের যেভাবে আপ্যায়ন করে, তাতে আমরা মুগ্ধ। বিশেষ করে রাজকুমার মনিশ বাবু ও রানী মা অমৃত রায় প্রত্যেক অতিথিকে আপ্যায়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। 
 রানীমার আতিথেয় আমরা সকলেই সম্মানিত বোধ করি। 
 এই রাজবাড়ীতে কিছু বিজেপি নেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য, ২০১৬ নাকাশিপাড়া বিধানসভা নির্বাচনে বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা অনুপ কুমার মন্ডল, বিজেপি নেত্রী পলাশীপাড়া বিধানসভার সঙ্গীতা ঘোষ, বিশ্বজিৎ সরকার সহ অন্যান্য অনেকে। 

Comments