নবদ্দীপ পরমাতলা পার্কে ভবতারিনী মন্দিরের পুরোহিত এর সাথে কুশল বিনিময় করলেন ও এলাকার খোঁজখবর নিলেন।

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, নবদ্বীপ  - আজ নবদ্বীপ পরমাতলা পার্কে কৃষ্ণনগর রাজবাড়ির রানী মা অমৃতা রায় তার পুত্র রাজকুমার মনিশ রায়কে সঙ্গে নিয়ে এলাকার বর্তমান অবস্থার খবর নিলেন এবং পুরোহিতের  সঙ্গে কুশল বিনিময় করলেন। এই পুরোহিতদের  রাজ পরিবারের সদস্য মনে করেন রানীমা।
 এই মন্দিরটি কয়েকশো বছরের পুরানো। এখানে সময় পেলেই রাণীমা অমৃত রায়  এলাকার মানুষের খোঁজ খবর নিতে আসেন  এবং পুরোহিতদের সঙ্গে কুশল বিনিময়ও করেন।
 উল্লেখ থাকে কৃষ্ণনগর রাজবাড়িতে নবরাত্রির প্রথম দিন থেকে অষ্টমী পর্যন্ত টানা হোমযজ্ঞ চলে। 
 এই মন্দিরের সঙ্গে রাজবাড়ী একটা গভীর সম্পর্কের বন্ধন রয়েছে। 

Comments