কৃষ্ণনগর উত্তর বিধানসভার রাঘভেশ্বর মন্দির এলাকায় মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষের সঙ্গে গৃহ সম্পর্ক অভিযানে রানী মা অমৃতা রায়।

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা,  কৃষ্ণনগর- গতকাল কৃষ্ণনগর উত্তর বিধানসভার দীঘনগর পঞ্চায়েতের রাঘবেশ্বর শিব মন্দির এলাকায়  মৎস্যজীবী পাড়ায়  গৃহ সম্পর্ক অভিযান করেন রানী মা অমৃতা রায়।
এছাড়া মন্দির এলাকার সমস্ত মানুষকে নিয়ে তিনি একটি আলোচনা সভা করেন CAA ও SIR বিষয় নিয়ে। এই আলোচনা সভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন  সমাজসেবী বিশ্বজিৎ সরকার, সহ অনেকে। 
 আলোচনা শেষে বাড়ি ফেরার পথে শিব মন্দির পরিদর্শন করেন। 
 উল্লেখ থাকে এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্র পিতামহ রাঘবেন্দ্র রায়। 
 রাজা রাঘব রায়  এখানকার মানুষের জলকষ্ট দূর করার জন্য একটি দিঘী খনন করেছিলেন। তারপর থেকে এই এলাকাটির নাম হয় দীঘনগর। 
 এই রাঘভেশ্বর শিব মন্দির টিও তিনি নির্মাণ করেছিলেন এলাকার মানুষের কথা ভেবে। রানী মা সময় পেলেই এই এলাকায় আসেন মানুষের সুখ দুঃখের খবর নেওয়ার জন্যে । বিশেষ করে দূর্গাপূজার আগে প্রায় প্রতি বছর তিনি এখানে আসেন।

Comments