নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির সভায় প্রধানমন্ত্রী জন্মদিন পালন নাকাশি পাড়ায়।

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, নাকাশীপাড়া-  নদীয়া উত্তর জেলা নিখিল ভারত বাঙ্গালী সমন্নয় সমিতির উদ্যোগে নাকাশিপাড়া বেথুয়াডহরী ক্ষিদিরপুর দূর্গাপুর মোড়ে বিকেল ৫:০০ টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম শুভ জন্মদিন পালন করা হলো এবং পাশাপাশি  ভারতীয় নাগরিকত্ব বিষয়ক সচেতনতা শিবির করা হয়।এছাড়া লাড্ডু বিতরণ ও চারা গাছ বিতরন করা হয় উপস্থিত সকলকে।
 উল্লেখ থাকে যে,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারা বাংলা জুড়ে বিগত এক সপ্তাহ ধরে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল রাজ্য বিজেপি। বিভিন্ন সামাজিক ও দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ  ইত্যাদির মাধ্যমে আজকের প্রধানমন্ত্রী জন্মদিন পালন করা হয় বিভিন্ন জায়গায়। বনগাঁ জেলায়  প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয় ইটভাটা শ্রমিকদের বস্ত্রদানের মাধ্যমে। 
আজকে মিটিং এ উপস্থিত ছিলেন কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্যা রানী মা অমৃতা রায়, উদ্বাস্তু আন্দোলনের নেতৃত্ব সভাপতি অনুপ কুমার মন্ডল, রাজ্যে নেতৃত্ব বঙ্কিম মন্ডল, চাপড়া বিধান সভার প্রকাশ অধিকারী, ধুবুলিয়ার প্রদীপ ঘোষ, পলাশীপাড়া বিধান সভার সঙ্গিতা ঘোষ, যুব নেতৃত্ব সুবক্তা বিশ্বজিৎ সরকার , গৌতম বিশ্বাস , মহিতোষ ভৌমিক সহ একাধিক নেতৃত্ব বৃন্দ।
 আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা অনুপ কুমার মন্ডল জানান, নরেন্দ্র মোদির জন্মদিন কে স্মরণীয় করে রাখতে তিনি বাংলাদেশের উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের জন্য ভারতের নাগরিকত্বের ব্যবস্থা করে দিয়েছেন, তাইতো আমরা উদ্বাস্তু সম্প্রসায়ের মানুষের পক্ষ থেকে মোদিজীর ৭৫ তম জন্মদিন পালন করলাম চারা গাছ ও লাড্ডু বিতরণের মাধ্যমে। পাশাপাশি আমরা একটা আলোচনা শিবিরের ব্যবস্থা করেছিলাম SIR ও CAA নিয়ে।
 আজকের অনুষ্ঠানে যারা যারা উপস্থিত ছিলেন সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি।

Comments