বিদেশি কোম্পানি ছাড়ো, স্বদেশী পণ্য করো বলছে 'স্বদেশী রিসার্চ ইন্সটিটিউট'
কলকাতা, ১৭ অগাস্ট। গতকাল কলকাতার 'বেঙ্গল চেম্বার্স অফ কমার্স'-এর উইলিয়ামসন মেজর হল-এ আয়োজিত হল 'স্বদেশী রিসার্চ ইন্সটিটিউট'-এর 'The New World Order - Emerging Bharat' আলোচনা সভা। এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন 'The New World 21st Century Global Order And India' -বইয়ের লেখক ও 'India Foundation'-এর প্রেসিডেন্ট ড. রাম মাধব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজ্যপাদ সমীরেশ্বর ব্রহ্মচারী, প্রতিষ্ঠাতা 'বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ', বিশ্বমাতা মন্দির ও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই সভায় উপস্থিত অতিথিরা প্রথমে ভারত মাতা, দত্তপন্থ বাপুরাও ঠেংরি ও পন্ডিত দীনদয়াল উপাধ্যায়-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। মাতৃশক্তিরা শঙ্খ ধ্বনির দ্বারা সভাগৃহকে ভরিয়ে তোলেন। আর. কে. ব্যাস-এর সরস্বতী বন্দনা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
'স্বদেশী রিসার্চ ইন্সটিটিউট'-এর প্রতিষ্ঠাতা ও স্বদেশী জাগরণ মঞ্চের অখিল ভারতীয় সহ-সংযোজক ধনপত অগরওয়াল বলেন, সারা বিশ্ব একটা অনিশ্চিত ও ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে আছে। ভারত সেই জায়গা থেকে বিশ্বকে পথ দেখাতে পারে। ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্নকে সাকার করার জন্য আমাদের স্বদেশী পণ্য ব্যবহার করার জন্য জনগণকে উৎসাহিত করতে হবে। বিদেশি শক্তি আমাদের দেশের কৃষি, দুগ্ধ ও মৎস্য ক্ষেত্র খুলে দেবার জন্য চাপ দিচ্ছে। কিন্তু ভারত সরকার দেশের কৃষকদের স্বার্থে তাকে বাতিল করেছে, তার জন্য তারা উচ্চ হারে আমাদের দেশীয় পণ্যের উপর শুল্ক চাপাচ্ছে, কিন্তু সরকার মাথা নত করেনি। 'স্বদেশী জাগরণ মঞ্চ' জনগণকে সচেতন করার জন্য সারা ভারত জুড়ে কাজ করছে 'স্বদেশী সুরক্ষা ও স্বাবলম্বন অভিযান'-এর মাধ্যম দিয়ে, যাতে জনগণ বিদেশি দ্রব্য না কিনে স্বদেশী দ্রব্য ব্যবহার করে এবং দেশের যুব সমাজ নিজেরা দেশের প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করতে পারে। বিদেশি কোম্পানি ভারত ছাড়ুক, স্বদেশী পণ্য আপন করুক জনগণ। তাতেই 'আত্মনির্ভর ভারত' গঠিত হবে।
ড. রাম মাধব বলেন, আমাদের দেশের বিজ্ঞানীরা যে সব জিনিস তৈরি করছেন তা যেন আমাদের দেশের উন্নতিতে কাজে লাগে। ভারতের মেধাকে বিদেশি শক্তি টাকা দিয়ে কিনে নিচ্ছে, বৌদ্ধিক শক্তি অন্য দেশে চলে যাবার জন্য আমাদের দেশের ক্ষতি হচ্ছে। প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের নিজেদের উন্নতি করতে হবে। গবেষণার মাধ্যম দিয়ে উন্নত মান ও যথাযথ দাম বজায় রেখে বাজারে পণ্য ছাড়লে মানুষ স্বদেশীকেই আপন করবেন, সেটা পরিক্ষিত সত্য।
পূজনীয় সমীরেশ্বর ব্রহ্মচারী বলেন, আমরা আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করব নির্দিষ্ট সীমা পর্যন্ত যা আমাদের মেধাকে নষ্ট করবে না। আমরা প্রযুক্তিকে ধর্মীয় আধারে ব্যবহার করব, যাতে তার ব্যবহার মানব সভ্যতার ক্ষতি না করতে পারে। মানবিক মূল্যবোধের শিক্ষা ভারতীয় ঋষিরা দিয়ে এসেছেন হাজার হাজার বছর ধরে। সেই শিক্ষার আধারে, আধুনিক প্রযুক্তিকে মানবিক মূল্যবোধের দ্বারা চালিত হয়ে, আমরা তাকে ব্যবহার করব।
স্বদেশী জাগরণ মঞ্চের পূর্ব ক্ষেত্রের সহক্ষেত্র সংযোজক অম্লান কুসুম ঘোষ বলেন, বিদেশি কোম্পানির দ্রব্য ব্যবহার বন্ধ করে স্বদেশীকে আপন করতে হবে আমাদের। স্বদেশী ভাবনায় জাগরিত হোক আমাদের সমাজ। তাতেই ভারত সব দিক দিয়ে সুরক্ষিত থাকবে।
এই সভায় আরও উপস্থিত ছিলেন ড. সাওয়ার ধননিয়া(Former Chairman, Rubber Board, Govt. of India), কমল সোমানি ও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রিয়াংশী অগরওয়াল।
Comments
Post a Comment