শুভ কল্যাণ বিশ্বাস ,স্বচ্ছ বার্তা ,করিমপুর- রাখী বন্ধন উৎসব উপলক্ষে করিমপুর বিধানসভার বিজেপি নেতা মৃগেন কুমার বিশ্বাস অনাথ আশ্রমের শিশুদের রাখী পরিয়ে এই উৎসব পালন করলেন।
করিমপুর বিধানসভায় পাট্টাবুকা গ্রামের অনাথ আশ্রমে দীর্ঘদিন ধরে তিনি যাতায়াত করেন। এই আশ্রমের শিশুদের সঙ্গে তার একটা আত্মার সম্পর্ক গড়ে উঠেছে।
এমনিতেই তিনি সামাজিক কাজকর্মের সঙ্গে সারা বছর যুক্ত থাকেন। দীর্ঘ ৩৫ বছরের ধরে একটি চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে স্কুল পরিচালনা করছেন সুনামের সঙ্গে ।
করিমপুর বিধানসভায় কান পাতলেই একটা কথা শোনা যায় তিনি গরীব দুঃখী মানুষের অসময়ের বন্ধু। যে কোন মানুষ বিপদে পড়লেই তিনি সবার আগে ছুটে যান।
এদিন রাখি উৎসবে আশ্রমের ছেলেদের প্রত্যেকটি নিজের হাতে রাখী পরিয়ে দিয়েছেন এবং তাদের মিষ্টি মুখ করিয়েছেন।
মৃগেন বাবু বলেন, ভগবানের কৃপায় আমি সব দিক থেকে স্বনির্ভর। কিন্তু মনের এবং আত্মার শান্তির জন্য আমি সর্বদা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমি দীর্ঘদিন ধরে অনাথ আশ্রমে আসা-যাওয়া করি। অনাথ আশ্রমের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমি ওদের রাখী পরিয়ে নিজেকে ধন্য মনে করছি। অনাথ আশ্রমে ছেলেমেয়ে দের সঙ্গে সময় কাটানো গর্বের বিষয়।
Comments
Post a Comment