শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রানাঘাট দক্ষিন বিধানসভার অন্তর্গত চন্ডীতলায় আজ ৯ আগস্ট 2025 ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ পরিচালিত বিরাট আট দলীয় নকআউট আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি তপশিলী মোর্চার রাজ্য সভাপতি এবং ভারত সরকারের ডঃ আম্বেদকর ফাউন্ডেশন এর সদস্য ডাঃ সুদীপ দাস।
মাঠে কয়েক হাজার দর্শক দেখা যায় ফুটবল খেলা কি উপভোগ করতে। আদিবাসী ভূমিজ সমাজের পক্ষ থেকে 8 দলীয় নকআউট আদিবাসী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন।
আদিবাসী ভূমিজ সমাজের রাজ্যে সভাপতি-শশধর সরদার, রাজ্য সম্পাদক ভবতোষ সিং,
নদীয়া জেলা সভাপতি নীলচাঁদ সিং ও জেলা সম্পাদক অপূর্ব লাল সরদার।
কোষাধক্ষ-- মৃণাল সরদার এবং জেলা কনভেনর-- সুব্রত সরদার আরো অনেকে।
Comments
Post a Comment