সুখচরের পাইন বাড়িতে 'তুলসীকথা'।



স্বচ্ছ বার্তা,মিলন খামারিয়ার প্রতিবেদন- গত ২ আগষ্ট,  খড়দহের ভূমিপুত্র তথা অধ্যাপক ড. কল্যাণ চক্রবর্তী সস্ত্রীক সুখচর পঞ্চাননতলায় গঙ্গার তীরে অনুপম সৌন্দর্যের মাঝে অবস্থিত শ্রীশ্রী রাধাগোবিন্দজীর মন্দিরে উপস্থিত হয়ে বিগ্রহ দর্শন ও প্রণাম নিবেদন করেন। শ্রীরাধাগোবিন্দজীর চরণে নিবেদন করা হয় তাঁর সহধর্মিণী ড. মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থ 'তুলসীকথা'। পাইন বাড়ির অন্যতম উত্তরাধিকারী সমীরণ পাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়ে এদিন তাঁরা উপহার দেন 'তুলসীকথা' গ্রন্থখানি। গ্রন্থে বর্ণিত রয়েছে তুলসী সম্পর্কিত পৌরাণিক ও লোকায়তিক নানান তথ্য এবং তুলসী-সংস্কৃতির অনবদ্য কথা। তুলসীর নানান জৈববৈচিত্র ও তুলসীচাষের কথাও আলোচিত হয়েছে। বাংলা সাহিত্যে কীভাবে তুলসী প্রসঙ্গ উপস্থাপিত হয়েছে, সে বিষয়েও মূল্যবান আলোচনা করেছেন লেখিকা ড. মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়। পাইন ঠাকুর বাড়ির পক্ষ থেকে সমীরণ পাইন এই দুই অধ্যাপক ও তাঁদের পরিবারের সদস্যদের আগাম আমন্ত্রণ জানিয়েছেন আগামী জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত নন্দোৎসবে। 

গঙ্গার তীরে বিবিধ বৃক্ষশোভিত এই নান্দনিক উদ্যান। ১২৯০ বঙ্গাব্দের ১৯ শে মাঘ এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এই বংশের পূর্বপুরুষ বিহারীলাল পাইন ছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা। জানা যায়, তিনি কলকাতা বন্দরের তদানীন্তন ক্লিয়ারিং এজেন্ট হিসাবে কর্মরত ছিলেন; গুদামগৃহ হিসাবে ব্যবহৃত হতো কলকাতা লালবাজারের বর্তমান কলকাতা পুলিশের সদর কার্যালয়টি। এই মন্দিরের বিগ্রহ হচ্ছেন কষ্টিপাথরে নির্মিত শ্রীকৃষ্ণ এবং অষ্টধাতুতে নির্মিত শ্রীরাধা। এখানে রয়েছে সুদৃশ্য রাসমঞ্চ। রয়েছেন নারায়ণ শিলা, গোপালের ধাতুমূর্তিও। মন্দিরের বহির্ভাগে বামদিকে একটি হনুমান মূর্তি রয়েছে। এই মন্দিরে নিত্যপূজা ও আরতি ছাড়াও বাৎসরিক পূজা ও উৎসবের মধ্যে রয়েছে দোলপূর্ণিমা, জন্মাষ্টমী ও রাসযাত্রার অনুষ্ঠান। মন্দিরের উৎসবকে কেন্দ্র করে একদা আয়োজিত যাত্রা ও কীর্তনের আসর এক ঐতিহাসিক অভিধা লাভ করেছিল৷ এখনও এই স্থানে আয়োজিত হয় বহু সিরিয়ালের শুটিং পর্ব। এই মন্দিরের বিপরীত পার্শ্বেই রয়েছে কাঠিয়াবাবার আশ্রম। অধ্যাপক ড. কল্যাণ চক্রবর্তী ও অধ্যাপিকা ড. মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায় এদিন এই মন্দির গৃহ ও উদ্যান পরিদর্শন করে আনন্দ প্রকাশ করে বলেন, "পতিতপাবনী গঙ্গা আমাদের যাবতীয় পাপ থেকে মুক্তি দিয়েছেন তাঁর অমল শোভায় ও অবাধ স্রোতে। পরিবেশ মানুষকে ঐশী করে তোলে। তার মধ্যে রচিত হয় ভগবত প্রেম, ভক্তি এবং ঐশ্বর্য। এই প্রেম নিখিল বিশ্বকে অবশ্যই  সুন্দর করে তুলতে পারে।"

Comments