শুধুই ভাই-বোনদের নয়, সমাজের ভেদাভেদ দূর করতে রাখী পরিয়ে উৎসব পালন করল 'দেশের মাটি কল্যাণ মন্দির'

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা ,-- আজ রাখীপূর্ণিমা। এই পূর্ণিমাতেই পবিত্র রাখীবন্ধন উৎসব পালিত হয় সারাদেশ জুড়ে। এদিন বোনেরা ভাইয়ের হাতে রাখী পরিয়ে দিয়ে ভাইয়ের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও উন্নতি কামনা ক'রে থাকে আর ভাইয়েরা বোনকে রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়।
কত বছর আগে থেকে এই উৎসব পালিত হয়ে আসছে তার নির্দিষ্ট তারিখ নিয়ে মতভেদ আছে গবেষকদের মধ্যে। কিন্তু প্রচলিত কাহিনি অনুসারে বলা হয় যে, শিশুপাল বধের পর সুদর্শন চক্রে লেগে ভগবান শ্রীকৃষ্ণের হাত কেটে যায়। সেইসময় দ্রৌপদী তাঁর কাপড়ের আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাত বেঁধে দেন। ভগবান শ্রীকৃষ্ণ তাঁকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতি দেন। সেই মতো দ্রৌপদীর বস্ত্র হরণের সময় ভগবান শ্রীকৃষ্ণ তাঁকে বস্ত্র দিয়ে লজ্জার হাত থেকে রক্ষা করেন।

আবার ব্রিটিশ সরকার ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করতে চাইলে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিরুদ্ধে প্রতিবাদ ক'রে হিন্দু-মুসলিম সবার হাতে রাখী পরিয়ে দিয়ে সম্প্রীতির বার্তা দেন, রুখে দেন বঙ্গভঙ্গ।

পৌরাণিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে সারা দেশে তথা বিশ্বের বিভিন্ন জায়গায় পালিত হয় রাখীবন্ধন উৎসব। তার সাথে তাল মিলিয়ে আজ 'দেশের মাটি কল্যাণ মন্দির'-এর পক্ষ থেকে নদিয়া জেলার রাধানগর গ্রাম ও তৎসংলগ্ন অঞ্চলে রাখীবন্ধন উৎসব পালন করা হয়। শুধু ভাই-বোনদের নয়, সমাজের ভেদাভেদ দূর করতে ও সামাজিক সমতা আনতে; সবাইকে দিয়ে সবার হাতে রাখী পরিয়ে এই উৎসব পালন করল কল্যাণ মন্দির। এদিন পথচারীদের হাতেও রাখী পরিয়ে দেওয়া হয়। 

এই রাখীবন্ধন উৎসব প্রসঙ্গে 'দেশের মাটি কল্যাণ মন্দির'-এর সাধারণ সম্পাদক মিলন খামারিয়া বলেন, রাখীবন্ধন শুধুই ভাই বোনের উৎসব নয়, এ উৎসব সবার। সমাজের মধ্যে যারা অবহেলিত, নিষ্পেষিত, বঞ্চিত - তাদের হাতের রাখী পরিয়ে দিয়েছি আমরা। কেউ উচ্চ বা নিম্ন নয়, আমরা সবাই সমান মানুষ। এই ভাবনা থেকেই আজ আমরা রাখীবন্ধন উৎসব পালন করলাম।

'দেশের মাটি কল্যাণ মন্দির'-এর অন্যতম উপদেষ্টা ড. কল্যাণ চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাখীবন্ধনের মাধ্যমে হিন্দুরা এক হোক, ভেদাভেদ দূরে যাক, সামাজিক সম্মানে সবাই এক আসন পায় যেন, এই বার্তা আমরা দিতে চাই।

Comments