শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা- গতকাল আদিবাসী দিবস উপলক্ষে দুই দিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
ইং 09/08/25 thek 10/08/25 তারিখ শনিবার এবং রবিবার দুই দিন তৈবিচারা অক্ষয় যুবক সংঘ লাইব্রেরীর পরিচালনায় তৈবিচারা অক্ষয় উচ্চ বিদ্যালয়ের মাঠে দুই দিবসীয় নক- আউট ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলা জাতীয় পতাকা উত্তোলন করে শুভ সুচনা করেন প্রাক্তন সম্পাদক পঞ্চানন বৈদ্য।
আজ ফাইনাল খেলায় খেলা অগ্নিবিনা সবুজ সংঘ এবং মিরাইপুর আদিবাসী সংঘ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে এবং মিরাইপুর আদিবাসী সংঘ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়ে ৫০ হাজার টাকা এবং একটি চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে এবং অপর দল অগ্নি বিনা সবুজ সংঘ রানার আপ হয়ে ৩০ টাকা লাভ করে।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন তৈবিচারা অক্ষয় হাই স্কুলের প্রধান শিক্ষক সুধীর বিশ্বাস এবং এলাকার বিশিষ্ট নাগরিক বৃন্দ।
উক্ত খেলায় রেফারির ভুমিকায় ছিলেন
শিক্ষক অনুপ কুমার মন্ডল, শরিফুল ইসলাম, প্রশান্ত রায়।
Comments
Post a Comment