প্লাস্টিক মুক্ত বিদ্যালয় প্রাঙ্গণ দিবস পালন হরিদ্রাপোতা প্রাথমিক বিদ্যালয়ে।

শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, বেথুয়া -সরকারি নির্দেশ অনুসারে আজ হরিদ্রাপোতা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের উদ্যোগে প্লাস্টিক মুক্ত বিদ্যালয় দিবস পালন করা। ছাত্র ছাত্রীরা বাড়ি থেকে অপ্রয়োজনীয় প্লাস্টিকের বোতল , ক্যারি প্যাকেট নিয়ে আসে। সেই সমস্ত জিনিস প্রধান শিক্ষকের নির্দেশে সেগুলো তারা বর্জন করে। আজ থেকে হরিদ্রাপোতা প্রাথমিক বিদ্যালয় প্লাস্টিক মুক্ত বিদ্যালয় করবে এই ঘোষণা করে। আগামী দিনে বিদ্যালয়ের পাশাপাশি হরিদ্রাপোতা গ্রামকেও প্লাস্টিক মুক্ত গ্রামে পরিনত করা হবে। এই কথা জানান হরিদ্রাপোতা প্রাথমিক বিদ্যাললের প্রধান শিক্ষক অনুপ কুমার মন্ডল। 
নাকাশিপাড়া পূর্ব চক্র, নদীয়ায় জেলায় অবস্থিত এই স্কুলটি। পুরো পশ্চিমবঙ্গের জুড়েই চলছে প্লাস্টিক মুক্ত বিদ্যালয় দিবস পালন। তবে স্কুলের প্রধান শিক্ষক তিনি বলেন ,  শুধু আমার স্কুল নয় আমার স্কুলের আশেপাশে গ্রামগুলি যাতে প্লাস্টিক মুক্ত থাকে সেদিকে আমরা নজর দেবো। এটা আমাদের সামাজিক দায়। প্রত্যেকটি সচেতন নাগরিকের উচিত প্লাস্টিককে বর্জন করা। আমি ব্যক্তিগত উদ্যোগে আমি আমার বিধানসভার বিভিন্ন গ্রামে সরকারের এই কর্মসূচিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। পরিবেশ রক্ষা করার জন্য  প্রত্যেকটি মানুষের হাতে হাত মিলিয়ে পলিথিন ব্যাগ বর্জন করা উচিত। যদিও খুব প্রয়োজনে পলিথিন ব্যাগ বাড়িতে আনতে হয় তাহলে সেটার বাড়িতে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া উচিত। মাটির উর্বরতা নষ্ট করে দেয় এই পলিথিন ব্যাগ। 

Comments