অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ( ABRSM ) নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে জেলা আধিকারিক দপ্তরে ডেপুটেশন।
স্বচ্ছ বার্তা, নাকাশিপাড়া, শুভকল্যাণ বিশ্বাস- গতকাল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ( ABRSM ) নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে জেলা আধিকারিক দপ্তরে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে একটি ডেপুটেশন জমা করে নদীয়া জেলার শিক্ষকরা। তাদের বিভিন্ন দাবীর মধ্যে গুরুত্ব পূর্ণ হলো 25% DA দেওয়া ও স্কুলে স্কুলে অশিক্ষক কর্মীর অভাব মেটানো। অনেক স্কুলের প্রধান শিক্ষককেই Group D পিওন এর কাজ নিজেকেই করতে হচ্ছে। এটা একটি বড় সমস্যা। শুধু তাই নয় যে যে স্কুলে একটি মাত্র ক্লার্ক ছিল সেই সমস্ত স্কুলে খুব সমস্যায় পড়েছে প্রধান শিক্ষকরা। সুপ্রিম কোর্টের রায়ে সমস্ত নন টিচিং স্টাফদের চাকরি চলে গেছে। যার কারনে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্কুলগুলিকে।
আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন শিক্ষক সহ জেলা কমিটির সাধারণ সম্পাদক উজ্জল কুমার সেন সহ নাকাশিপাড়া দুই চক্রের সম্পাদক মিহির কুমার পাল ও সুব্রত সরকার এবং সদস্য অনুপ কুমার মন্ডল ও শুম রঞ্জন বিশ্বাস সহ একাধিক শিক্ষক বৃন্দ।
হরিদ্রাপোতা প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক অনুপ কুমার মন্ডল জানান, আমি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। আমার তেমন সমস্যা না হলেও , মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে প্রচন্ড সমস্যার সম্মুখীন হয়েছে ২০১৬ এসএসসি দুর্নীতি সুপ্রিম কোর্টের রায়ে।
রাজ্য সরকারকে দ্রুত এই সমস্যার সমাধানের রাস্তা বের করতে অনুরোধ করি। প্রথম পাঠনের প্রচন্ড সমস্যা হচ্ছে।
Comments
Post a Comment