স্বচ্ছ বার্তা, শুভকল্যাণ বিশ্বাস - আজ গোপালনগর থানার অন্তর্গত আকাইপুর গ্রাম পঞ্চায়েতের ৫৭ নম্বর বুথ কদমতলা বাজারের পার্শ্বস্থ দীপক দাসের বাড়িতে সকাল ন'টা থেকে এ যাবতকাল একটানা সাপ ধরা চলছে বিষধর সাপ বনদপ্তর থেকে এসেছেন সেই সঙ্গে লোকাল লোক আছেন সর্বমোট এ পর্যন্ত 33 টা সাপ ধরা হয়েছে এখনো চলছে।
সমস্ত সাপ গুলো বনদপ্তর নিয়ে গেছে। এলাকায় ভোরে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে।
Comments
Post a Comment