রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিজেপির বিক্ষোভ

শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, কোলকাতা - বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কে গ্রেপ্তার ও হেনস্থা করার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলছে বিগত দুই তিন দিন ধরে। রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন মন্ডলের এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হচ্ছে। বর্ধমান,ব্যারাকপুর, বনগাঁ,বারাসাত,মুর্শিদাবাদ,মালদা সহ বিভিন্ন জেলা এই বিক্ষোভ কর্মসূচি দেখা গেছে। 
 গতকাল কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতিকণা  বসুর নেতৃত্বে  বিক্ষোভ মিছিল করা হয়েছিল । আজ বনগাঁ সাংগঠনিক জেলার হরিণঘাটা মন্ডলে সভাপতি বাণী ঘোষের নেতৃত্বে হরিণঘাটা চৌমাথায়  টায়ার জ্বালিয়ে  বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এছাড়া বাগদা বিধানসভার হেলেঞ্চা,সিন্দানি,  বারাসাত বহরমপুর বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি দেখা যায়।
কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসুর নেতৃত্বে নিভুজী মোরে যে বিক্ষোভ দেখানো হয় সেখানে উপস্থিত এক্স জেলা প্রেসিডেন্ট গোপাল চট্টোপাধ্যায়, মহিলা মোর্চা  সভানেত্রী শ্রাবন্তী মজুমদার সহ আরো অনেকে।
 বনগাঁ সাংগঠনিক জেলা হরিণঘাটা মন্ডলের সভাপতি বাণী ঘোষের  নেতৃত্বে যে হরিণঘাটা চৌমাথায় যে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন মন্ডলের সভাপতি বাণী ঘোষ, জেলা ও মন্ডলের অন্যান্য কার্যকর্তারা। 
 বাণী ঘোষ এই বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে বলেন, আমাদের রাজ্য সভাপতি একজন শিক্ষক  তারপরে তিনি একজন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তাকে হেনস্থা করা এবং গ্রেপ্তার করা সমগ্র শিক্ষক সমাজের কাছে কলঙ্ক। রাজ্য সরকারকে আমরা ধিক্কার জানাতে  আজকের এই কর্মসূচি নিয়েছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে এসে এর প্রতিবাদ করেছে। 
 মা মাটি মানুষের সরকারে আজ কেউ আর সুরক্ষিত নেই। না মাটি,না মানুষ,না মায়েরা, কেউ আর সুরক্ষিত অবস্থায় পশ্চিমবাংলায় নেই।

Comments