সামশেরগঞ্জ বিধানসভায় বুথ স্বশক্তি করন চলছে জোড় কদমে।

দীপশিখা ব্যানার্জী,স্বচ্ছ বার্তা, সামশেরগঞ্জ  - গত কয়েকদিন ধরেই চলছে সামশেরগঞ্জ বিধানসভায় বুথ স্বশক্তিকরন। বিভিন্ন অঞ্চল ধরে ধরে এই বুথ স্ব শক্তিকরন  কাজ চলছে। বিধানসভার মোট ২১৯ টি বুথেই চলছে এই কাজ। বিধানসভায় মোট ভোট ২ লক্ষ ৩৫ হাজারের উপরে। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫১ শতাংশ মহিলা ভোটারের সংখ্যা কম।
 সামশেরগঞ্জ বিধানসভার কনভেনার ষষ্ঠী চরণ দাস জানিয়েছেন, এই মাস ধরেই চলবে এই সাংগঠনিক কাজ। 
 আজকের সভায় উপস্থিত ছিলেন, বিধানসভার কনভেনার ষষ্ঠী চরণদাস , বলিষ্ঠ নেতৃত্ব মানিক সরকার, ও মন্ডলের বিভিন্ন কার্যকর্তা।
 তবে বৈঠকে উপস্থিতির হার ছিল খুবই কম। এই বিধানসভার বিজেপির সক্রিয় কার্যকর্তার অভাব আছে। বিজেপির পুরনো কর্মীরা এখানে সেভাবে সক্রিয় হয়ে কাজ করছে না। এই বিধানসভায় বিজেপির সাংগঠনিক দুর্বলতা প্রবল ভাবে লক্ষ্য করা গেছে। 

Comments