দীপশিখা ব্যানার্জী, স্বচ্ছ বার্তা, জামালপুর - মোদিজীর শাসনের ১১ বছর পূর্তি উপলক্ষে সারা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে রাজ্য বিজেপির বিভিন্ন প্রোগ্রাম। মোদিজীর বিভিন্ন সামাজিক প্রকল্প সরকারের সাফল্য অপারেশন সিঁদুর সহ সহ বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরছে সাধারণ মানুষের মাঝে বিজেপির কর্মকর্তারা। গতকাল বর্ধমান কাটোয়া জেলার জামালপুর বিধানসভার 2 নম্বর মন্ডলের এক পথসভায় বিজেপির বিভিন্ন কার্যকর্তারা উপস্থিত থেকে মোদিজীর সু শাসনের ১১ বছরের খতিয়ান তুলে ধরলেন মানুষের মাঝে। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী জেলার শ্রাবন্তী মজুমদার, মন্ডল সভানেত্রী সুরভি লতা মন্ডল, উপস্থিত ছিলেন জেলার এস সি মোর্চার সাধারণ সম্পাদক ছোটন বৈদ্য, পল্লব রায়, শক্তি কেন্দ্র প্রমুখ এবং বিভিন্ন মণ্ডল পদারিকারীগন সহ আরো অনেকে।
এদিনের সবাই বক্তব্য রাখতে গিয়ে মহিলা মোর্চা সবার নেত্রী শ্রাবন্তী মজুমদার বলেন, সারাদেশে নারীদের সুরক্ষায় নরেন্দ্র মোদি সরকার যে দৃষ্টান্ত স্থাপন করেছে সেটা সারা বিশ্বের কাছে সেটা নজির হয়ে থাকবে। তিনি মুসলিম মহিলাদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তিন তালাক বন্ধ করে দিয়েছেন। তিনি বিজ্ঞান প্রযুক্তি বিভিন্ন জায়গায় মহিলাদের অগ্রাধিকার দিয়েছেন। তিনি মহিলাদেরকে দেশ সেবায় নিয়োজিত করার জন্য উৎসাহিত করেছেন সর্বদা।
কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সরকার একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও এই রাজ্যে মহিলাদের কোন নিরাপত্তা নেই। এখানে মহিলাদের দিন-রাত্রি ধর্ষণ করে রাস্তায় পাশে ফেলে রাখা হচ্ছে। এখনো পর্যন্ত কামধনি হত্যাকাণ্ডের কোন বিচার করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার তিনি লক্ষীর ভান্ডার নিয়ে সর্বদা প্রশংসা করে থাকেন নিজের। যে রাজ্যে লক্ষ্মীরা নিজের নিরাপত্তাহীনতায় ভোগে সেই রাজ্যে লক্ষ্মী ভান্ডারের ক্রেডিট নেয়ার কোনো মানে নেই। মানুষ লক্ষ্মীর ভান্ডার চায়না তারা চায় তাদের নিরাপত্তা।
এই রাজ্য সন্ত্রাসবাদী জিহাদীদের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই রাজ্যে কোন সুশাসন নেই। এখানে দোষীরা সাজা পায় না নির্দোষ লোক জেল খাটে।
এছাড়াও অনেক কার্যকর্তা ও বক্তব্য রেখেছেন।
Comments
Post a Comment