শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা -আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। বিজেপি এই দিনটিকে বলিদান দিবস হিসেবে পালন করে থাকেন। শ্যামাপ্রসাদের মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হয়নি। তার মৃত্যু রহস্য আজও ভারতবর্ষের মানুষের মনে প্রশ্নচিহ্ন জাগিয়ে তোলে।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন এক দেশ এক বিধান এক নিশান এই ধারণায় বিশ্বাস। কিন্তু কাশ্মীরের জন্য ছিল আলাদা সংবিধান এবং আলাদা পতাকা। কিন্তু শ্যামাপ্রসাদ সেটা মন থেকে মেনে নিতে পারেননি। তখনই কাশ্মীরে যেতে গেলে আলাদা অনুমতির প্রয়োজন হতো ।
কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিনা অনুমতিতে সেদিন তিনি কাশ্মীরে প্রবেশ করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন ফারুক আব্দুল্লাহ।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরে প্রবেশ করলে তাকে গ্রেফতার করে কাশ্মীরে জেলে রাখা হয়।
সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
এদিন ঘরোয়া ভাবে যে বলিদান দিবস পালন করা হয় সেখানে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ বিধানসভার কনভেনার ষষ্ঠী চরণ দাস ও উপস্থিত ছিলেন নিমতিতা পঞ্চায়েতের বিরোধী দলনেতা অশান্ত হালদার । মহিলা মোর্চার ভারতী হালদার, বাসন্তী হালদার , সুজিত হালদার, গোপাল হালদার অসিত হালদার,প্রমদ হালদার , বিকাশ হালদার,দীনবন্ধু বাবুসহ ও জেলার নেতৃত্ব কিছু নেতৃত্ব উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment