অশোকনগরে শুভেন্দু অধিকারীর অপারেশন সিঁদুর উপলক্ষে তিরঙ্গা যাত্রা।

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, অশোকনগর  - অপারেশন সিঁদুর উপলক্ষে বারাসাত জেলার উদ্যোগে অশোকনগরে  তিরঙ্গা শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। অশোকনগর বিল্ডিং মোড় থেকে গোল বাজার পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারাসাত জেলা সভাপতি রাজিব পোদ্দার। এছাড়াও চারজন বিধায়কের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বনগাঁ উত্তরের বিধায়ক  অশোক কীর্তনীয়া, বনগাঁ দক্ষিণের বিধায়ক  স্বপন মজুমদার, গাইঘাটার বিধায়ক  সুব্রত ঠাকুর, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার।
 আজকের এই শোভাযাত্রায় হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। হাবরা ও অশোকনগরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে রাস্তায় বেরিয়েছে। 
 শুভেন্দু অধিকারী মিছিলে হাঁটতে হাটতে বলে, আমরা আজকে অশোকনগরে এসেছি অশোকনগরের তোলাবাজি বন্ধ করতে, এখানকার মধুচক্র ভেঙে দিতে, অশোকনগরের মানুষের সুস্থ জীবনযাত্রা ফিরিয়ে দিতে। 
 গত বারাসাত লোকসভার বিজেপির প্রার্থী ও বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বলেন, গত লোকসভা ভোটে অশোকনগর বিধানসভায়, যেভাবে সনাতনী মানুষকে ভোটে বাধা দেওয়া হয়েছে, এখনকার সনাতনী মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি সব রকম চেষ্টা করবে। এখানে একটা সেন্টিগ্রেট রাজ চলছে। ও মধু চক্র চলছে  সেটাকে ভেঙে দেয়ার জন্য বিজেপিকে এই বিধানসভায় ক্ষমতায় আনতে হবে। আমরা বিজেপি অশোকনগর মানুষের পক্ষে আছি। অশোকনগরের সমস্ত সনাতনী মানুষকে আমরা বলবো বিজেপি ছত্রছাযায় আসার জন্য।

Comments