শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, ভারত - ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সনাতনী হিন্দু মানুষদের যেভাবে হেনস্থা এবং মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে সেটা যেমন ওপার বাংলায় হচ্ছে সেটা তেমন এপার বাংলাতেও হচ্ছে। স্বামী চিন্ময় প্রভু গোস্বামী যেভাবে মিথ্যা কেসে দিনের পর দিন বাংলাদেশে ইউনুস সরকার আটক হয়ে আছে সেটা যেমন অগনতান্ত্রিক, তেমনি অমানবিক। চিন্ময় প্রভুকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক করা হয়েছে। অথচ তার বিরুদ্ধে জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি রাষ্ট্রদ্রোহিতা করার জন্য।
এদিকে গতকাল রাতে
Horichad TV পেইজের এডমিন এবং মতুয়া মতবাদের অন্যতম প্রচারক উজ্জ্বল বিশ্বাস কে তার বোনের বিয়ে থেকে গ্রেফতার করা হয়েছে।
উজ্জ্বল বিশ্বাস দাদা বর্তমানে ঢাকা পিজি হাসপাতালের একজন কম্পিউটার অপারেটর পদে চাকরিরত। বর্তমানে তিনি রাজনীতি সাথে জড়িত নয় কিন্তু, ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। শুধু ছাত্রলীগ করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি মতুয়া জাগরণ টিভি ফেসবুক পেজের এডমিন ছিলেন। তিনি বাংলাদেশে মতুয়া ধর্মের দর্শন এবং হরি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ তুলে ধরতেন মানুষের মধ্যে। এটাই ছিল তার মূল দোষ। বাংলাদেশে কোন প্রতিবাদী হিন্দু নিরাপদ নয়। সেই দেশে একটা মোল্লা তন্ত্রের সরকার চলছে বকলমে।
বাংলাদেশে একজন সনাতনী হিন্দু মানুষও নিরাপদ নন যদি তিনি প্রতিবাদী হন তাহলে তো কোন কথাই নেই।
Comments
Post a Comment