শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - গতকাল মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহেশতলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর থানার কাছেই একটি শিব মন্দিরে দুষ্কৃতীদের একটি দল ন্যক্কারজনক হামলা ও ভাঙচুর চালায়। হিন্দুদের পবিত্র তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হয়। বিধর্মীদের হাতে মাতা তুলসীর এই অপমান এবং হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণের প্রতিবাদে আজ বিধানসভা থেকে বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী সহ বিজেপি পরিষদীয় দল পদযাত্রা করে রাজভবনে মহামান্য রাজ্যপালের সাথে সাক্ষাৎ করলেন।
বিজেপির তরফ থেকে দাবী করা হয় বুধবার 11/06/25 , মহেশতলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের, রবীন্দ্র নগর থানা সংলগ্ন একটি শিব মন্দির ও আমাদের পবিত্র তুলসী মঞ্চে আক্রমণ করে জেহাদিরা।
পুলিশ প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করে।
তাই আজ মাননীয় বিরোধীদল নেতার নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে বিধানসভা থেকে পদযাত্রা করে
পশ্চিমবঙ্গের মহামহিম রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করেন বিজেপির পরিষদীয় দল।, এবং হিন্দুদের পবিত্র তুলসী গাছ রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়। সঙ্গে মহামহিম রাজ্যপালের কাছে গতকাল হিন্দুদের উপর ঘটে যাওয়া এই ঘটনার সম্পূর্ন বিবরণ সহ চার দফা দাবি তুলে ধরা হয়।
১: ডায়মন্ড হারবার লোকসভা এলাকা সহ মেটিয়াবুরুজ ও অন্যান্য উপদ্রুত এলাকায় অবিলম্বে আধাসেনা মোতায়েন করা।
২: কালকের ঘটনার তদন্তভার রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ কে হস্তান্তর করা।
৩: রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াঁ কে অবিলম্বে গ্রফতার করতে হবে, কারণ উনি সরাসরি শাসক দল তৃণমূলের সাথে যুক্ত। সেই সাথে যারা এই হামলা ও ভাঙচুরের সাথে যুক্ত তাদেরকেও অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করা।
৪: যত দ্রুত সম্ভব আক্রান্ত হিন্দু পরিবার, ব্যবসায়ীদের নিরাপত্তা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
Comments
Post a Comment