আমেদাবাদে বিমান দুর্ঘটনায় কম করে ২০৫ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - আজ আমেদাবাদে এক বিমান দুর্ঘটনায় কম করে ২০৫ জন মানুষের প্রাণ গেছে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এই বিমানে ছিলেন তিনিও সম্ভবত নিহত হয়েছেন। বিজয় রূপানী গুজরাটের প্রাক্তন   মুখ্যমন্ত্রী ছিলেন। 
 তবে এত বড় বিমান দুর্ঘটনায় বড়সড় নাশকতার ছক ছিল কিনা তদন্ত করে দেখা হচ্ছে। ফরেন্সি বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে পৌঁছে গেছে। জনবহুল এলাকায় একটা ফ্ল্যাট এর উপরে বিমানটি আছড়ে পরে।
 এই যাত্রীবাহী বিমানটি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ইংল্যান্ডের নাগরিক ছিল এই বিমানে প্রায় পঞ্চাশের উপরে।
জীবন বড়োই অদ্ভুত। যেখানে একটা প্লেনের ২৪০ জন এর মধ্যে ২৩৯ জনই মৃত, এই একমাত্র ব্যক্তি যে জীবিত। ভগবান কত রকম ভাবে লিখে রেখেছে আমাদের জীবন। একমাত্র মানুষ যে প্রাণ ফিরে পেয়েছে। 

বাকি বিধ্বস্ত বিমানটিতে কেউই বেঁচে নেই- 
বিমানটিতে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডিয়ান ও সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি। তাছাড়া ২ জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু ছিলেন। এছাড়া যে মেডিকেল কলেজ ছাত্রাবাসের উপর পড়েছে ওইখানেও ৫ ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Comments