বিধানসভা ভবনের সামানে বিজেপির বিধায়কদের ধর্ণা

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - আজ বিধানসভা ভবন এর সামনে বিজেপি বিধায়কদের ধর্ণা দেখা যায়. বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এদিনের ধরনা অনুষ্ঠিত হয়. প্ল্যাকার্ড হাতে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তারা তো ডাকতে শুরু করেন.
 বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী জানান,কেন্দ্রীয় সরকারের সমস্ত জনমুখী প্রকল্পের নাম পরিবর্তন করে রাজ্যের বাজেটে নিজেদের প্রকল্প বলে চালানো, শিল্প ও কর্ম সংস্থানের কোনো দিশা না থাকা, বেকারত্ব, DA, চুক্তিভিত্তিক কর্মীদের বিষয়ে দিশাহীনতা ও রাজ্যের ওপর যে ঋণের বোঝা বেড়েই চলেছে, সেই পরিস্থিতির মোকাবিলা কি ভাবে হবে, কেমন করে রাজ্য কে দেউলিয়া হওয়া থেকে আটকানো যাবে, তার বাজেটে কোনো উল্লেখ না থাকার প্রতিবাদে বিজেপি পরিষদীয় দলের বাজেট অধিবেশন বয়কট করে বিধানসভা প্রাঙ্গনে শান্তিপূর্ণ প্রতিবাদ. 

Comments