প্রার্থীদের নিরাপত্তার দাবিতে বনগাঁ জেলা বিজেপির পক্ষ থেকে মহকুমাশাসকের অফিসে ডেপুটেশন

শুভ কল্যাণ বিশ্বাস,  বনগাঁ - আজ বনগাঁ সংগঠনিক  জেলা বিজেপির পক্ষ থেকে বনগাঁ মহকুমা শাসকের অফিসে ডেপুটেশন দিল  বিজেপি নেতৃত্ব. প্রার্থীদের নিরাপত্তার দাবি সুনিশ্চিত করতে এই ডেপুটেশন বলে জানান জেলার সভাপতি রামপদ দাস. জেলা সভাপতি রামপদ দাস অভিযোগ করে জানান, আমাদের প্রার্থীদের বাড়িতে ভাঙচুর করা হচ্ছে, প্রচারে বাধা সৃষ্টি করা হচ্ছে, ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে,  প্রার্থীদের নমিনেশন প্রত্যাহার করার জন্য হুমকি দেওয়া হচ্ছে. এই সমস্ত দাবি নিয়ে আজকের ডেপুটেশন.

জেলার অবজারভার প্রদীপ ব্যানার্জি জানান,রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করেছে তৃণমূল. পাশাপাশি বনগাঁ পৌরসভা  আমাদের প্রার্থীদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে. প্রশাসনের কাছে অনুরোধ করবো আমাদের প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করুন.
 আজকের ডেপুটেশনের উপস্থিত থাকতে দেখা গেছে জেলা বিজেপির সভাপতি রামপদ দাস, জেলার অবজারভার প্রদীপ ব্যানার্জি, জেলা সাধারণ সম্পাদক প্রবীর রায়, সহ সভাপতি অমৃতলাল বিশ্বাস,দেবর্ষি বিশ্বাস, বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদার, বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কীর্তনীয়া, জেলার যুব মোর্চার সহ-সভাপতি গোবিন্দ বিশ্বাস, মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা সাহা মন্ডল, বনগাঁ বিধানসভার কনভেনার সুব্রত লালা, বনগাঁ বিধানসভার অন্তর্গত বিভিন্ন নেতৃত্ব সহ বনগাঁ পৌরসভার বিজেপির প্রার্থী গন.

Comments