কৌশল করে মমতা ব্যানার্জী তৃণমূলের ক্ষমতা অভিষেকের হাতে তুলে দিচ্ছে : গোবিন্দ বিশ্বাস

শুভকল্যাণ বিশ্বাস, বনগাঁ- সিনিয়ার তৃণমূলের সাথে জুনিয়র তৃণমূলের নেতাদের বনিবনা হচ্ছে না বেশ কিছুদিন যাবৎ. অভিষেক ব্যানার্জীকে নিয়ে দলের মধ্যেই মতানৈক্য তৈরি হয়েছে সিনিয়র নেতাদের মধ্যে. এটা দেখে শুনেও মমতা ব্যানার্জি চুপচাপ আছেন. রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত মমতা ব্যানার্জি সব কিছু চুপচাপ দেখে নিচ্ছেন পরিস্থিতি কোন দিকে গড়ায়.সামনে বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট. বিশেষ করে উত্তর প্রদেশ ভোট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিজেপির কাছে. বিরোধীরাও একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে প্রচারে নেমে পরেছে.
তৃণমূলের মধ্যে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে সেটা একদমই সাজানো বলে মনে করছেন বিজেপি নেতা গোবিন্দ বিশ্বাস. তিনি মনে করেন পিকে, মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী মিলে এক গোপন বৈঠক করে এই গন্ডগোলের চিত্রনাট্য রচনা করেন. কারন মমতা ব্যানার্জী নিজে জানেন অভিষেক ব্যানার্জীকে দলের ব্যাটন তুলে দিলে দলের ভিতরে অনেক নেতাই মেনে নিতে পারবে না. সেই কারণেই এই কৌশল রচনা করেছেন PK. সেই মতো এই নাটক বাংলার মানুষকে দেখানো হচ্ছে সুকৌশলে কিছু মিডিয়ার মাধ্যমে.

Comments