শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী উপলক্ষে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বিভিন্ন মন্ডল থেকে নেতাজি জন্মজয়ন্তী উদযাপন করা হল. বনগাঁ মহাকুমা জুড়ে বিভিন্ন স্থানে নেতাজি জন্মজয়ন্তী উদযাপন করতে দেখা যায় বিজেপির বিভিন্ন কার্যকর্তাদের. চাঁদপাড়ায় নেতাজির জন্মদিন উদযাপন উপলক্ষে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস ও দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদার কে দেখা যায়. বনগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই কার্যক্রম করতে দেখা গেছে.
জেলার সভাপতি রামপদ দাস বলেন, ভারত সরকার আজকের দিনটিকে পরাক্রমণ দিবস হিসেবে ঘোষণা করেছে . আমরা আজকের দিনটিকে আমাদের জেলার বিভিন্ন মন্ডলে পরাক্রমণ দিবস হিসেবে উদযাপন করছি. ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান কখনো ভুলবার নয় কোন ভারতবাসীর পক্ষে. আমি একজন সেনাবাহিনীর প্রাক্তন জওয়ান. দেশের জন্য যারা জীবন দিয়েছেন আমাদের উচিত তাদেরকে শ্রদ্ধা ও সম্মান জানানো. নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন নেতাদের নেতা. এমন নেতা ভারতবর্ষে একবারই জন্মগ্রহণ করে. বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশের গর্ব. তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী. প্রত্যেক ভারতবাসীর উচিত নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা ও সম্মান জানানো.
Comments
Post a Comment