মনিপুরে তৃণমূলের একমাত্র বিধায়ক বিজেপিতে যোগ দিলেন.

ওয়েব ডেস্ক - স্বচ্ছ বার্তা - আজ মনিপুরে তৃণমূল কংগ্রেসের একমাত্র বিধায়ক টংব্রাম রবিন্দ্র সিং  তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করলেন.তিনি বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন কেন এটাই মনিপুরে রাজনৈতিক আলোচনা. কিছুদিন আগে গোয়ায় তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করেছিলেন. গত তিনদিন আগে উত্তরপ্রদেশে মুলালাম সিং এর পুত্র বধূ বিজেপি তে যোগদান করেছিলেন. সারা দেশে মোদী ম্যাজিক এখনো বর্তমান.

Comments