ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ফুলিয়া খামারপাড়া - নেতাজী নগরে স্বেচ্ছা রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরণ

দীপ্তমানবসু, নদীয়া, স্বচ্ছ বার্তা -আজ 
ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ফুলিয়া খামারপাড়া - নেতাজী নগরে স্বেচ্ছা রক্তদান শিবির করা হয়.এই অনুষ্ঠান থেকে দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণও করা হয়.প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের লোকপ্রিয় সাংসদ জগন্নাথ  সরকার  এবং বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী.
 জেলা সভাপতি ও বিধায়ক পার্থ সারথি  চ্যাটার্জী এবং জগন্নাথ সরকারের জুটি  ইতিমধ্যে বেশ জমে উঠেছে বলে রাজনৈতিক মহল মনে করছে. যেখানেই জগন্নাথ সরকার সেখানে পার্থসারথি চ্যাটার্জীর উপস্থিতি নজরে পরছে.
 জগন্নাথ সরকার অনুষ্ঠান শেষে বলেন, বিজেপি সর্বদা দুস্থ অসহায় মানুষের পাশে আছে, ছিলো ভবিষ্যতেও থাকবে. বিজেপি  সর্বদা সমস্ত প্রকল্প সব মানুষের জন্য করে.মুখে মা মাটি মানুষের সরকারের কথা বললেও, বাস্তবে মা-মাটি-মানুষের কারোরই উন্নতি হয়নি এই সরকারের আমলে.

Comments