বিজেপির সংখ্যালঘু নেতার উপর আক্রমণের প্রতিবাদে বনগাঁয় চাকদা রোড অবরোধ জেলা বিজেপির

রাজা কপাট, স্বচ্ছ বার্তা, বনগাঁ - বিজেপি সংখ্যালঘু সেল এর নেতা সোহারব মন্ডল ও তার পরিবারের উপর আক্রমণের প্রতিবাদে বিজেপির বনগাঁর সাংগঠনিক জেলার পক্ষ থেকে  বনগাঁর চাকদা রোড অবরোধ করা হয়. দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত   সংখ্যালঘু নেতাকে হাসপাতালে দেখতে যান বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদার , জেলা সভাপতি রামপদ দাস, জ্ঞান প্রকাশ ঘোষ, প্রবীর রায়, দেবর্ষি বিশ্বাস, সহ জেলার অন্যান্য নেতৃত্ব.
 সভাপতি রামপদ দাস বলেন, আমাদের সংখ্যালঘু নেতা সোহারব মন্ডল এর উপর আক্রমণ করেছে তৃণমূলের দুষ্কৃতীরা. আমাদের জেলার পক্ষ থেকে তার  তীব্র নিন্দা করছি. অবিলম্বে  দোষীদের গ্রেপ্তারের দাবিতে  আজ আমরা করোনা কালের মধ্যেও রাস্তা অবরোধ করতে বাধ্য হলাম. যেখানেই আমাদের কর্মীদের উপর আক্রমন করা হবে আমরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করব পুলিশকে এটা আমরা জানাতে চাই.

 বিধায়ক স্বপন মজুমদার জানান, আমাদের সংখ্যালঘু নেতা এডভোকেট সোহারব মণ্ডলকে যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা প্রহার করেছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না. এইভাবে  তৃণমূল বিজেপি কে দাবিয়ে রাখতে পারবে না. আমাদের কর্মীদের উপর আক্রমণ হলে আমরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করবোই. আর প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে.,

Comments