দীপ্তমান বসু, স্বচ্ছ বার্তা - আজ স্বামী বিবেকানন্দের 160 তম জন্মজয়ন্তী পালন করল বনগাঁর সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস তার নিজে বাসগৃহে.
কর্মীদের নিয়ে তিনি খুব সকালে নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন.
রামপদ দাস বলেন, স্বামীজী যুব সমাজের আই কন. তিনি যুব সমাজের অনুপ্রেরণা. স্বামীজীর অনুপ্রেরণা ভারতকে জাগ্রত করেছে. স্বামীজী ভারতকে বিশ্বের দরবারে যে সম্মান এনে দিয়েছেন সেটা একজন ভারতবাসী হিসেবে কখনো ভুলবার নয়.
Comments
Post a Comment