ভারতীয় সেনা বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং তাঁর ,স্ত্রী(মধুলিকা)ও সেনা বাহিনীর ১১জন (আধিকারিকসহ) মোট 13 জন সেনা তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হন।

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা -ভারতীয়
সেনা বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী(মধুলিকা)ও সেনা বাহিনীর ১১জন (আধিকারিকসহ) মোট 13 জন তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান.তিনি ছিলেন 
ভারতের প্রথম সেনা সর্বাধিনায়ক তথা চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল.এছাড়া 
☆২ • "ব্রিগেডিয়ার এলএস লিডার"
☆৩ • "লেফটেন্যান্ট কর্নেল এইচ সিং"
☆৪ • "পিএস চৌহান"
☆৫ • "স্কোয়ার্ড লিডার কে সিং"
☆৬ • "জেড.ব্লিউ দাস"
☆৭ • "জেড.ব্লিউও প্রদীপ এ"
☆৮ • "সতপাল জী"
☆৮ • "এন.কে গুরসেবক সিং"
☆৯ • "এন.কে জিতেন্দর"
☆১০ • "এল/এনকে বিবেক"
☆১১ • "এল/এনকে এস তেজা". জওয়ানদের আকস্মিক মৃত্যুতে গোটা ভারতের মানুষ গভীর ভাবে শোকাহত। কিন্তু মুসলিম সম্প্রদায় এর কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে দুঃখ প্রকাশের বদলে আনন্দ প্রকাশ করেছে. যেটা খুবই দুঃখের. সিডিএস রাওয়াত সহ 
অন্যান্য সেনা অফিসারদের মৃত‍্যু অত‍্যন্ত বেদনার ও শোকের.
গ্রুপ ক্যাপ্টেন বরুন সিংহ হাসপাতালে চিকিৎসাধীন, ওনার দ্রুত আরোগ্য কামনা করছে সমগ্র দেশ বাসী.
সেনা সর্বাধিনায়ক তথা চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়তের অবদান দেশবাসী কখনো ভুলবেন না, উনি উর্দিতে মৃত্যু বরন করলেন.

Comments