বনগাঁ মহাকুমা জুড়ে ফসলের ব্যাপক ক্ষয় -ক্ষতি,মাথায় হাত চাষিদের ক্ষতিপূরণের আশায় ক্ষতিগ্রস্ত চাষিরা.

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা -  অসময়ের নিম্নচাপে বনগাঁ মহাকুমা জুড়ে চাষীদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে. বিশেষ করে পাকা ধান ও সবজি ফসলের প্রচুর ক্ষতি হয়েছে.
 বনগাঁ মহাকুমার চৌবেড়িয়া, আকাইপুর গঙ্গানন্দপুর, ধর্মপুকুরিয়া,  সুন্দরপুর, অঞ্চলের চাষীদের প্রচুর ফসলের ক্ষতি হয়েছে. বাগদা ব্লকের বাজিতপুর, সিন্দ্রানি, নলডুগারি, হেলেঞ্চা, মামা ভাগ্নে,  বাগদা ইত্যাদি এলাকায় প্রচুর ক্ষতি হয়েছে ফসলের.
 টানা 24 ঘন্টা বৃষ্টির কারণে প্রায় সকল ফসলই জলের তলায়. পাকা ধান কাটার মুখে এমন বৃষ্টিতে ধানের প্রচুর ক্ষতি হয়েছে.

Comments