পিঙ্কি ব্যানার্জী, স্বচ্ছ বার্তা -আজ ধানতলায় এক মতুয়া মহা সম্মেলনে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার ও রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা বিধায়ক অসীম বিশ্বাস এর উপস্থিতি লক্ষ্য করা গেছে.জগন্নাথ সরকারের জনপ্রিয়তা মতুয়াদের মধ্যে দিনে দিনে আকাশচুম্বী হয়ে উঠেছে. মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতিদের ধারে কাছে ঘোরাঘুরি করছে তার জনপ্রিয়তা.যে ভাবে তিনি সাধারণ মানুষের মধ্যে মিশে যাচ্ছেন সেটা ভাষায় লিখে বোঝানোর সম্ভব নয়. তারপর দীর্ঘ দিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও মতুয়া ঘরের সন্তান হিসাবে তিনি এতটা হয়ে উঠেছেন মতুয়াদের মধ্যে. নদীয়া জেলার দীর্ঘদিনের সমস্যা হয় চূর্ণী নদীর বর্ষাকালে প্লাবন থেকে মুক্তি দিতে তিনি কেন্দ্র থেকে 40 কোটি টাকা প্রজেক্ট এনেছেন. যে বিষয়টা নদিয়ায় মানুষকে অনেকটা স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে সাহায্য করেছে. নদীয়া জেলার 70 শতাংশ মানুষ তপশিলি ও ওপার বাংলা থেকে এসেছেন. যেকোনো মতুয়া সম্মেলনে জগন্নাথ সরকার উপস্থিতি মতুয়াদের মনকে উৎফুল্ল করে তোলে. তিনি ভক্তদের সঙ্গে মাটিতে বসে প্রসাদ গ্রহণ করে. আজকে তার সঙ্গে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস. ধানতলা সম্মেলনে কয়েক হাজার মতুয়া ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেছে.
Comments
Post a Comment