সুশাসন দিবসে শীতবস্ত্র বিতরণ তাহেরপুরে উপস্থিত জগন্নাথ সরকার.

দেবলীনা বিশ্বাস - স্বচ্ছ বার্তা -আজ তাহেরপুর নতুন পাড়া অঞ্চলে প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারি বাজপেয়ী 97 তম জন্ম দিবস উদযাপন এবং বস্ত্র বিতরণ করা হয়.সেখানে উপস্থিত ছিলেন 18 লোকসভার সাংসদ জগন্নাথ সরকার  এবং রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী ও স্থানীয় নেতৃত্ব.

Comments