সিঙ্গুরে বিজেপির কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও ধর্ণা কর্মসূচি

দিলীপ বোস, স্বচ্ছ বার্তা - সিঙ্গুরে বিজেপির কৃষি বাঁচাও,কৃষক বাঁচাও কর্মসূচি আজ তিনদিনে পড়ল. এই সিঙ্গুর আন্দোলন থেকে তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রূপরেখা. সেদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সারথি শুভেন্দু অধিকারী আজ বিজেপির বিধায়ক ও বিরোধী দলনেতা. মমতা বন্দ্যোপাধ্যায়ের যতজন যোগ্য সারথি ছিলেন তার সঙ্গী তার মধ্যে অন্যতম ছিলেন শুভেন্দু অধিকারী. মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি আন্দোলনের মুখে হয়ে থাকে তাহলে শুভেন্দু অধিকারী সেই মুখের  অভিব্যক্তি ছিলেন. বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের চাষীদের যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তার বিন্দুমাত্র পূরণ করতে তিনি পারেননি. সেই প্রতিশ্রুতি কে হাতিয়ার করেই শুভেন্দু অধিকারী এ কৃষক আন্দোলনে অবতীর্ণ হয়েছেন. লাগাতার তিনদিন কৃষক আন্দোলন কর্মসূচি চলছে.  ধন্যা মঞ্চ থেকে বিজেপি রাজ্য নেতৃত্ব ভিন্ন বক্তব্য এবং তাদের আগামী দিনের কর্মসূচি চাষীদের নিয়ে কি হবে সেটা বর্ণনা করছেন. সারা পশ্চিমবঙ্গে সিঙ্গুরের এই কৃষি বাঁচাও কৃষক বাঁচাও  কর্মসূচি ভালই সাড়া ফেলেছে রাজ্যজুড়ে. ইতিমধ্যে সর্বভারতীয় নিউজ চ্যানেলগুলোতে এই কর্মসূচি দেখাতে শুরু করেছে.

Comments